ডোমারে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
https://www.obolokon24.com/2016/06/domar_63.html
আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলায় রচনা, গল্পলিখন, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠঅন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের রচনা, গল্প লিখন চিত্রাঙ্কন প্রতিযোগীতা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছা: সাবিহা সুলতানার সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহানা ইয়াছমিন, একাডেমিক সুপারভাইজার সপিউল আলম, প্রেসক্লাব সভাপতি মো: মোজাফ্ফর আলী, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।