ডোমারে পল্লী সমাজের উদ্দ্যোগে সেচ্ছাশ্রমে চলছে শিশুদের বিশেষ পাঠদান
https://www.obolokon24.com/2016/06/domar_42.html
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে পল্লী সমাজের উদ্দ্যোগে সেচ্ছাশ্রমে চলছে শিশুদের বিশেষ পাঠদান। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে পাঙ্গা মটুকপুর, বোড়াগাড়ী ও ডোমার সদর ইউনিয়ন মোট ৩টি এলাকায় ১২টি পল্লী সমাজ কেন্দ্রে চলছে এই শ্রেচ্ছাশ্রম পাঠদান। শিশুদের প্রাথমিক পর্যায়ে শিশু শ্রেনীতে ভর্তি করার উপযোগী করে গড়ে তুলতে পল্লী সমাজের শিক্ষিকারা বিনা বেতনে এ কার্র্যক্রম নিরলস ভাবে চালিয়ে যাচ্ছে। মাহিগঞ্জ ডাঙ্গাপাড়া ৭নং পল্লী সমাজের সভা প্রধান ছবিরাণী জানান, অতি দরিদ্র ঝড়েপড়া অসহায় শিশুদের ব্র্যাক সামাজির ক্ষমতায়ন কর্মসূচির প্রোগ্রামের মাধ্যমে বই খাতা পেনসিল উপকরণ দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে ব্যতিক্রম ধর্মী পদক্ষেপ নিয়ে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। পল্লী সমাজের আরো নানামূখী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবে বলে তিনি আশা করেন।