ডোমারে ১৬ প্রহর ব্যাপী অখন্ড তারাকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান
https://www.obolokon24.com/2016/06/domar_21.html
আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে বিশ্ব শান্তি কল্পে কলিযুগের জীবের মুক্তি কামনায় ৪তম ১৬ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা কালীগঞ্জ টোল আশ্রমে এঅনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোররাত্রী থেকে তুলসি আরতি, নগর পরিক্রমা, শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মধ্যদিয়ে ২০জুন সোমবার সন্ধ্যায় আনুষ্ঠিন ভাবে যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন বোড়াগাড়ী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। পরিচালনা কমিটির সভাপতি বাবু রামনন্দ রায়ের সভপতিত্বে ইউপি সদস্য জয়ন্ত কুমার সিংহ লোহাচাঁদ, সংরক্ষিত ইউপি সদস্য দিপালী রাণী রায়, শিক্ষক গোপাল চন্দ্র রায়, বাবু কালা চাঁদ রায়, দিনেশ চন্দ্র রায়, সাবেক ইউপি সদস্য বিজয় কুমার রায়, বিনোদ চন্দ্র রায়, পরিচালনা কমিটির গনেশ, জগদিশ, নন্দ দুলার, গকুল, রাধানাথ, খগেশ্বর রায় প্রমূখ বক্তব্য রাখেন। এতে দেশের বিভিন্ন এলাকার নারী ও পুরুষ মিলে ৭টি দল মহানাম পরিবেশন করেন। নামসুধা দেখতে পার্শবতী এলাকার হাজারো ভক্তের ঢল নামে, যেনো মন্দির প্রাঙ্গন হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়েছে। এর মধ্যে নারী ভক্তদের উস্থিতি ছিল চোখে পড়ার মতো। ৭০বছরের পুরাতন এ আশ্রমে অদ্যবদী সরকারী বা জনপ্রতিনিধির সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভক্তরা। সাধারণ সম্পাদক পূর্ণ ঠাকুর জানান, দির্ঘদিন যাবত এই আশ্রমে যজ্ঞানুষ্ঠান, হিন্দু ধর্ম সভা সহ দূর্গো উৎসব পরিচালনা করে আসছি, শুধুমাত্র আর্ধিক অসশ্চলতা ও পৃষ্টপোষকতার অভাবে এধরণের অনুষ্ঠান করতে আমাদের ভিষনভাবে হিমসিম খেতে হয়। আগামীতে সকলের সহযোগিতা পেলে এর চেয়ে আরো বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব বলে তিনি আশা করেন।
#