কুকুরের অত্যাচারে অতিষ্ট ডোমার পৌরবাসী প্রতিরোধে নেই কোন উদ্দ্যোগ।

আনিছুর রহমান মানিক, ডোমার  (নীলফামারী) প্রতিনিধিঃ

কুকুরের অত্যাচারে অতিষ্ট ডোমার পৌরবাসী, প্রতিরোধে নেই কোন উদ্দ্যোগ, আতংকে সধারণ মানুষ। স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে ছেলে বুড়ো সকল বয়সের মানুষ কুকুর আতংকে ভূগছে। বিশেষ করে রমজান মাসে ফজরের নামাজে মসজিদে যাওয়ার পথে কুকুরের কবলে পড়তে হয় মুছুল্লিদের। গতকাল কলেজ পাড়ায় কুকুরের ধাওয়া খেয় দৌড়ে নিজেকে বাচানোর চেষ্টা করতে গিয়ে লোহার গ্রিলে ধাক্কা খেয়ে ২জন নামাজি আহত হয়।  এসকল বেওয়ারিশ কুকুর সকাল থেকে গভীর রাত পর্যন্ত দল বেঁধে মিছিল নিয়ে পৌর শহরের অলিগলি দাঁপিয়ে বেড়ালেও পৌর কর্তৃপক্ষ নিরব দর্শকের ভুমিকায়। সরজমিনে দেখাগেছে, যাতায়াতের পথে, রাস্তার মোড়ে মোড়ে ১৫/২০টি কুকুর রাস্তার  মাঝে শুয়ে থাকে, পথচারিকে একা পেলে তাদের ঘেউ ঘেউ মিছিলসহ দল বেঁধে আক্রমন করে। অনেক স্কুলগামী ছাত্র/ছাত্রী ভয়ে স্কুল যাওয়া ছেড়ে দিয়েছে। একা রাতে এসকল রাস্তা দিয়ে পথ চলতে ভয় পায় অনেকে। শহরের কাঁচাবাজার , পল্টন পাড়া মোড়, সাহাপাড়া থেকে মহিলা কলেজ, চিকনমাটির মোড়, কলেজ পাড়া বেলালের দোকান মোড়, ডোমার বাসষ্টান্ড, কাজী পাড়া সহ সকল স্থানেই এসকল কুকুরের অবাধ বিচরণ ক্ষেত্র হলেও পৌর সভা কর্তৃপক্ষ এ ক্ষেত্রে নিরব বলে ভূক্তভোগীরা জানিয়েছেন। পল্টন পাড়া এলাকার সফিকুল জানান, কুকুরের উৎপাতে আমার সন্তানেরা স্কুল যেতে ভয় পাচ্ছে। রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দে ঘড়ে ঘুমানো দায়। কলেজপাড়ার আইয়ুব আলী জানান, বেলালের দোকানের সামনে সবসময় ৫টি কুকুর থাকে। তার ভয়ে রাতে বাড়ী যেতে পাড়িনা। শেষে কলেজ মাঠ দিয়ে ঘুড়ে যাই অথবা ৩০টাকা রিক্্রাভাড়া দিতে হয়। পান ব্যাবসায়ী রফিকুল বলেন, সেদিন মাংসহাটি থেকে ২কেজি মাংস নিয়ে বাড়ী যাওয়ার পথে কাচাঁবাজারে ২টি বড় আকারের কুকুর হাত থেকে ছো মেরে মাংসগুলি নিয়ে যায়, হুমায়ুন কবির বলেন, দোকান থেকে রাতে বাড়ী ফেরার পথে একজন সঙ্গীর অপেক্ষায় থাকতে হয়। চান্দিনা পাড়ার রমিছা বেগম জানান, এলাকায় ইতিমধ্যে ৮/১০টি পশু কুকুেরর কামড়ে পাগল হয়েছে।  এবিষয়ে পৌরসভার প্যানেল মেয়র সহির উদ্দিন সরকার কে জানালে তিনি বলেন, আপাতত বেওয়ারিশ কুকুর নিধনের কোন পরিকল্পনা আমাদের নাই। বিষয়টি আশু সমাধানের জোর দাবী জানান ভুক্তভুগীরা।

পুরোনো সংবাদ

নীলফামারী 7092760529209781313

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item