চীনে ঘূর্ণিঝড়ে নিহত ৯৮
https://www.obolokon24.com/2016/06/china.html
ডেস্কঃ
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির কারণে অন্তত ৯৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৮০০ জন।
বৃহস্পতিবার বিকেলের দিকে জিয়াংসু প্রদেশের ইয়েনচেন শহরের উপকণ্ঠে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। একই সঙ্গে মুষলধারে বৃষ্টি ছিল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া এ তথ্য জানিয়েছে।
শহরের উপকণ্ঠে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ কিলোমিটার। স্থানীয় সিসিটিভি নেটওয়ার্কের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আবারো ভারী বর্ষণ ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ কারণে উদ্ধারকাজ ব্যাহত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
আজ শুক্রবার সকাল থেকে উদ্ধারকারীরা আহতদের উদ্ধারের কাজ শুরু করেছে। এছাড়া খাদ্যদ্রব্য ও পানি সরবরাহ শুরু করেছে। এরই মধ্যে বেইজিং থেকে তাবু খাটানোসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে।
চীনে প্রাকৃতিক দুর্যোগ নতুন কিছু নয়। বিশেষ করে বন্যা ও ভূমিকম্প। চলতি বছরে চীনে রেকর্ড পরিমাণ বন্যা হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। উষ্ণ তাপমাত্রার পাশাপাশি দাবানল, খরা, বন্যা ইত্যাদি মারাত্মক রূপ নিয়েছে।