দেশের উন্নয়নে নারীদেরকেই ঘুরে দাঁড়াতে হবে.........সংসদ সদস্যডালিয়া
https://www.obolokon24.com/2016/03/rangpur_9.html
হাজী মারুফঃ
সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন,নারীর মর্যাদা বৃদ্ধিতে পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।নারীকে নারী কিংবা পুরুষকে পুরুষ হিসেবে না ভেবে নারী এবংপুরুষ উভয়কে মানুষ হিসেবে ভাবতে হবে। বাংলাদেশ সম্ভাবনার দেশ।এদেশের নারীরা ঘর গোছানো থেকে শুরু করে মুক্তিযুদ্ধ অবদান রেখেগেছে। এভারেস্ট জয়ের মতো কঠিন জয় নারী প্রমাণ করেছে। সুতরাংদেশের উন্নয়নে নারীদেরকেই ঘুরে দাঁড়াতে হবে। বর্তমান সরকারনারী পুরুষের বৈষম্য দুরীকরণে মাধ্যমে সমান অধিকার দিয়েছে। ঘরেবসে না থেকে দেশ তথা দেশের উন্নয়নে নারীদের এগিয়ে আসতে হবেসকল উন্নয়ন কর্মকান্ডে গতকাল মঙ্গলবার সকালে রংপুর নগরীররবাটসনগঞ্জ সার গোডাউন এলাকায় দিলারা মহিলা সমবায়সমিতির আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস ও সমিতিরকার্যলয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিলারামহিলা সমবায় সমিতির সভাপতি ফারহা হামিদেরসভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলামহিলালীগের সভানেত্রী সাফিযা খানম, রংপুর প্রেসকাবের সাধারণসম্পাদক আলী আশরাফ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনসমিতির সহ-সভাপতি কামরুল নাহার কলি, রোকসানা খাতুন,সমাজসেবক আবু শাহাদৎ শাওন, সাজিদ সালমান প্রমুখ। সভা শেষেপ্রধান অতিথি সমিতির সদস্যদের তৈরী কাপড়, নকশা কাতাপরিদর্শন করেন। এ সময সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।