নীলফামারীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারীঃ
হারিজ উদ্দিন (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার  বেলা তিনটার দিকে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহবুবুল আলম এই রায় প্রদান করেন। হারিজ উদ্দিন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উত্তর সালন্দার গ্রামের মৃত লাল শাহের ছেলে।
মামলার বিবরনীতে জানা যায় ২০১১ সালের ২৮ অক্টোবর রাতে হারিজ উদ্দিন চোরাই পথে ১৬ লিটার ফেন্সিডিল এনে নীলফামারীর সৈয়দপুরে বিক্রি করছিল। এসময় সৈয়দুপর থানার পুলিশের উপ-পরিদর্শক আব্দুর সবুর  সৈয়দপুর শহরের  গোয়ালপাড়া মহল্লা থেকে হারিজ উদ্দিনকে ফেন্সিডিলসহ গ্রেফতার করে। ওই রাতেই সৈয়দপুর থানায় হারিজ উদ্দিনের বিরুদ্ধে  ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৩ (খ) ধারায় মামলা দায়ের করেন পুলিলের উপ-পরিদর্শক আব্দুর সবুর ।
দীর্ঘ শুনানী শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত উক্ত রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের অতিরিক্ত সরকারি কৌশুলী(এপিপি) আজিজুল ইসলাম প্রামানিক।

পুরোনো সংবাদ

নীলফামারী 6838559139768784358

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item