বাল্য বিয়ে কনের বাবার ২৫ দিনের জেল
https://www.obolokon24.com/2016/03/nilphamari_69.html
ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ॥
জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের দু-কুকড়া গ্রামের অষ্টম শ্রেনীর পড়–য়া মেয়ের বাল্য বিয়ে চুপিসারে সম্মন্ন করার অভিযোগে কনের বাবা নুর হোসেনকে(৪৫) বিনাসশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে বাল্য বিয়ে পড়ার দায়ে একই এলাকার মওলানা আব্দুল হালিমকে ৫শত টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেত আলী।
অভিযোগে জানা যায় গত ৭ মার্চ আনুষ্ঠানিকভাবে খোকশাবাড়ি ইউনিয়কে বাল্য বিয়ে,যৌতুক ও মাদকমুক্ত ঘোষনা করা হয়। সেই অনুষ্ঠানে অষ্টম শ্রেনীর ছাত্রী নুরজাহান উপস্থিত ছিল। সে দিন রাতেই মেয়েটির বাবা একই গ্রামের মিরাজউদ্দিনের ছেলে মাসুদের(২০) সাথে জোড়পূর্বক বাল্যবিয়ে দেয়। ঘটনাটি গোপন থাকেনি। ফলে অভিযোগের ভিত্তিত্বে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কনের বাবা ও মওলানাকে আটক করে নিয়ে এসে উক্ত সাজা ও জরিমানা প্রদান করে। এ ঘটনায় বর ও বরের বাবা পলাতক রয়েছে। সাজা প্রাপ্ত কনের বাবাকে তাৎক্ষনিকভাবে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান সদর থানার ওসি শাহজাহান পাশা।