বাল্যবিয়ে,যৌতুক ও মাদক মুক্ত ঘোষনা করা হলো নীলফামারীর সোনারায় ইউনিয়ন
https://www.obolokon24.com/2016/03/nilphamari_10.html
ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারীঃ
নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নটির সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে শপথপাঠ করিয়ে ও বেলুন উড়িয়ে এ ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জাকীর হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে গনসমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, চেম্বারের সভাপতি সফিকুল ইসলাম ডাবলু, সদর থানার ওসি শাহজাহান পাশা, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর নীলফামারী সার্কেলের পরিদর্শক জাহিদুল ইসলাম, সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান ও ল্যাম্প প্ল্যান আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি এনামুল হক প্রমুখ।