লালমনিরহাটে আপস্’র উদ্যোগে ভাষা সৈনিকদের সংবর্ধনা

লালমনিরহাট জেলা প্রতিনিধি ॥

সামাজিক সংগঠন আপস্’র উদ্যোগে লালমনিরহাটের আদিতমারীতে ভাষা সৈনিকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গতকাল আদিতমারী জি.এস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পাঁচ ভাষা সৈনিককে সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের সভাপতি ও চ্যানেল নাইন সংবাদিক, মাজেদ মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, একাত্তরের বীরযোদ্ধা ক্যাপ্টেন(অবঃ) আজিজুল হক-বীরপ্রতীক। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আ’লীগের সিনিয়র সহঃ সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক সিরাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসী রহমান বিউটি, লালমনিরহাট কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক। আমন্ত্রিত অতিথি ছিলেন, আদিতমারী জি.এস উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা, স্থানীয় প্রেসকাব সভাপতি ফরহাদ আলম সুমন, জিটিভি সাংবাদিক আলতাফুর রহমান ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক রেজাউল করিম মানিক।  অতিথি শিল্পী হিসেবে মনমাতানো সংগীত পরিবেশন করেন, কলকাতা থেকে আগত, দুই বাংলার জনপ্রিয় টেলিভিশন তারকা দিলীপ মুখোপাধ্যায়। পরে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানে ভাষা সংগ্রামী আবদুল কাদের. কমরেড শামসুল হক. কমরেড সিরাজুল ইসলাম. জহির উদ্দিন আহম্মদ. মহেন্দ্র নাথ রায় ও অতিথি শিল্পী দিলীপ মুখোপাধ্যায়কে ক্রেস্ট, ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে দিয়ে সংবর্ধিত করা হয়। উল্লেখ্য যে, দেশ প্রেম ও মহান ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামাজিক সংগঠন আপস্ সমাজ সংস্কারের অংশ হিসেবে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।


পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 6360901509635376931

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item