ডোমারে চাঁদাবাজী মামলার আসামী মনোয়ার গ্রেফতার
https://www.obolokon24.com/2016/03/domar_6.html
আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে চাঁদাবাজী ও সন্ত্রাসী মামলার আসামী মনোয়ার(৩০)কে গ্রেফতার করেছে ডোমার থানার পুলিশ। ৫মার্চ শনিবার বিকালে ডোমার থানার এসআই মিজানুর রহমান মিজান ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন বাজার থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজী, সন্ত্রাসী, চুরি, ছিনতাই সহ একাধিক মামলার অভিযোগ রয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই খাদেমুল জানান। গত ২৭ডিসেম্বর সন্ধ্যায় ধঞ্চনপুর বাজারে চাঁদা না পেয়ে বেতগাড়া গ্রামের তজমল আলীর পুত্র তহমিদার রহমান (৫০)কে বেধরক মারপিট করে। এবং হামলাকারীরা তার পকেটে থাকা ১৮হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় তহমিদার কে উদ্ধার করে ডোমার হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আহত তহমিদার ডোমার থানায় ৭জনকে আসামী করে মামলা নং-১, তারিখ-০১/০১/১৬ দায়ের করেছে। আটক মনোয়ার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামের শওকত আলী তুলা মেম্বারে ছেলে বলে জানাযায়। ৩৪১, ৩২৪, ৩২৩, ৩৮৫, ৫০৬, ৩৯৪ ধারায় আটক দেখীয়ে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।