ডোমারে শ্রেনী কক্ষ ভেঁঙ্গে যাওয়ায় খোলা আকাশের নিচে চলছে শিশুদের পাঠদান।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে বিদ্যালয়ের শ্রেনী ক ভেঁঙ্গে যাওয়ায় খোলা আকাশের নিচে চলছে শিশুদের পাঠদান। গরমের দিনে খোলা আকাশের নিচে কাস করায় কোমল মতি শিশুরা স্কুল বিমূখ হয়ে পড়ছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৫০নং মধ্য বোড়াগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভাঁঙ্গা টিনসেট কক্ষে দির্ঘদিন ঝুকিপূর্ণ অবস্থায় পাঠদান চলাকালীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে সামান্য বাতাসে বিকট শব্দ হয়। এসময় ছুটোছুটি করে রুম থেকে বের হতে কয়েকজন ছাত্র/ছাত্রী আহত হয়। কিছুক্ষণ পরে ঘরের মাঝখানের চালটি ভেঁঙ্গে পরে যায়। অল্পের জন্য বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো তারা। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে আশার বাণী শুনিয়ে দেয়।  বিদ্যালয়ে ৩০৯জন ছাত্র/ছাত্রী।তাদের মধ্যে প্রাক-প্রাথমিক ও পঞ্চম শ্রেনীর প্রায় শতাধীক ছাত্র/ছাত্রী কে খোলা আকাশের নিচে কাস করাতে  হচ্ছে।  শতবর্ষ পুরাতন এই বিদ্যালয়টিতে মোট টিনসেড ও পাকা ভবন মিলে শ্রেনী ক আছে মাত্র ৫টি। এতো ছাত্র/ছাত্রীর জন্য নগন্য সংখ্যক শ্রেনী ক দিয়ে পাঠদান কার্যক্রম চালাতে হিমশীম খেতে হচ্ছে শিকদের। এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক আলম তারেক বলেন, ১৯৩৫ সালে স্থাপিত স্কুলটি সময়ের সাথে পাল্লা দিয়ে ছাত্র/ছাত্রীর সংখ্যা বাড়লেও সে হারে শ্রেনী ক বাড়েনি। ম্যানেজিং কমিটির সভাপতি জগবন্ধু রায় ও সদস্য জহুরুল মেম্বার  জানান, গতবছর ভাঁঙ্গা কক্ষটি আমরা নিজের অর্থ ব্যায় করে মেরামত করেছি, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপকে জানিয়েও কোন ফল হয়নি। কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানা ও শিক্ষা অফিসার মনছুর আলী বিদ্যালয় পরিদর্শনে এসে ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি দেন। ফাল্গুনের হাওয়া বাতাস ও রোদে খোলা জায়গায় কাস করে অসুস্থ হয়ে পড়ছে অনেক শিশু। বিষয়টি আশু সমাধানে কর্তৃপরে হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4168457995479180641

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item