ডোমার ও হরিণচড়া ইউনিয়নে আন্তর্জাতিক নারী দিবস পালিত
https://www.obolokon24.com/2016/03/domar_27.html
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার সদর ও হরিণচড়া ইউনিয়নে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। “নারী পুরুষের সমতা, অধিকারের মূল কথা” এই শ্লোগানকে সামনে রেখে ৮মার্চ মঙ্গলবার সকাল ১০টায় হরিণচড়া ইউনিয়ন পরিষদ চত্তর হতে এক বর্নাঢ্য র্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাবু পাড়া স্বপ্না রাণীর বাড়ীর উঠানে আলোচনা সভায় মিলিত হয়। এসময় মাল্টি ডিসিপ্লিনারী গ্রুপের সভাপতি রেহানা আক্তার, শিক্ষিকা রহিমা বেগম, ইউপি সদস্য ডাঃ ধরণী কান্ত রায়, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির হরিণচড়া ও ডোমার সদর ইউনিয়নের সলিসিটর মুবিনা নুজহাত চৌধুরী বর্ষা প্রমূখ বক্তব্য রাখেন। একই সাথে দুপুর ২.৩০মিনিটে ডোমার সদর ইউনিয়নের বড়রাউতা স্কুল পাড়া আনোয়ারা বেগমের বাড়ীতে উঠান বৌঠক অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক আনোয়ার হোসেন, লতা বেগম, এনজিও কর্মী ফিরোজা বেগম, সোহেলী আক্তার উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও আইনজীবী সমিতির মাল্টি ডিসিপ্লিনারী গ্রুপের সকল সদস্য ছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।