ফুলবাড়ীতে জাতীয় গনফ্রন্টের পথসভা
https://www.obolokon24.com/2016/03/dinajpur_9.html
ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি ঃ
পার্বতীপুর উপজেলার চন্ডিপুরে ভুমিহীন গরীব কৃষকদের উপর নির্যাতন, নিপীড়ন, হামলা ও মামলা বন্ধ করাসহ ৯দফা দাবীতে গ গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় গনফ্রন্ট এর উদ্যেগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় জাতীয় গনফ্রন্ট এর দিনাজপুর জেলা শাখার সভাপতি আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গনফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলূ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সামিউল ইসলাম চৌধুরী, নারী অধিকার আন্দোলনের নেত্রী সোমা সাহা , শ্রমিকনেতা কমল চক্রবর্তী, শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল জব্বার, কৃষক নেতা বিকাশ চন্দ্র রায়, ছাত্রনেতা ডালিম কুমার ও এই আন্দোলনকে সংহতি প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষার জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার সদস্য সচিব জয়প্রকাশ নারায়ন।
জাতীয় গনফ্রন্ট এর অন্যান্য দাবীগুলো হচ্ছে, জাতীয় গনস্বার্থবিরোধী রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বাতিল করে সুন্দরবন রক্ষা, চলো চলো ঢাকা চলো রামপাল চলো লংমার্চ সফল করা সারাদেশে কোমলমতি নিষ্পাপ শিশুদের হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন করা, নারীদের সামাজিক আন্দোলনে মর্যাদা বৃদ্ধি, সম্পত্তিসহ সকল ক্ষেত্রে নারী পুরুষের সমাধিকার নিশ্চিত করা, খ তফশিল ভুক্ত অর্পিত সম্পত্তি অবমুক্তির হয়রানী বন্ধ করা, মার্কিনসহ সকল সাম্রাজ্যবাদ ও ভারতীয় আধিপত্যবাদের দালাল শাসক শ্রেনী ও প্রচলিত শোষনমুলক রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন ঘটিয়ে প্রকৃত রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠা করা।
প্রধান বক্তা আমিনুল ইসলাম বাবলু বলেন, সারাদেশে কোমলমতি শিশুরা হত্যাকান্ডের শিকার হচ্ছে। রেলের সেবা না বাড়িয়ে অহেতুক রেলের ভাড়া বৃদ্ধি করে জনগনকে হয়রানী করা হচ্ছে।তেল ও বিদ্যুতের মুল্য বৃদ্ধি করে কৃষকের উৎপাদন খরচ বাড়িয়ে দেয়া হচ্ছে। অথচ কৃষকেরা কৃষি পন্যের ন্যায্য মুল্য পাচ্ছেনা। এছাড়া ফুলবাড়ীর ৬দফা চুক্তি শর্ত ভঙ্গ করে সরাসরি ফুলবাড়ী কয়লা খনি সার্ভে করার যে ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে ফুলবাড়ীর মানুষ আন্দোলন করে তা প্রতিহত করতে বাধ্য হবে। তিনি বলেন সারাদেশেই ভুমিহীন নিরীহ কৃষকদের উপর জুলুম অত্যাচার চলছে। তারই ধারাবাহিকতায় পার্বতীপুর উপজেলার চন্ডিপুরে ভুমিহীন গরীব কৃষকদের উপর যে নির্যাতন, নিপীড়ন, হামলা ও মিথ্যা মামলা দেয়া হচ্ছে তা বন্ধ করতে হবে। তা না হলে কৃষকেরা ঐকবদ্ধ হয়ে তা প্রতিহত করা ছাড়া আর কোন উপায় থাকবেনা । এজন্য তিনি প্রতি গ্রাম ও মহল্লায় কৃষক, ক্ষেতমজুর সমিতি গড়ে তোলার আহবান জানান।