আপডেটঃডিমলায় ট্রাক্ট্রটর উল্টে নিহত-২ আহত ১
https://www.obolokon24.com/2016/03/dimla_84.html
নীলফামারী ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ফুলছরি পাড়া গ্রামের বুদ্দুর মোড় নামক স্থানে সোমবার দুপুরে একটি মাহেনন্দ্র ট্রাক্টটর উল্টে খাদে পড়ে গেলে চালক সহ তিন জন ট্রাক্ট্রটরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। আহতরা হলেন আশরাফুল ইসলাম (৩৫) পিতা তমেদ আলী, তফিজুল ইসলাম (২৬) ও সাদেক আলী (২২) পিতা মজিবর রহমান তারা সকলেই পূর্বছাতনাই ইউনিয়নের বাসিন্দা। ট্রাক্টটরের মালিক ও চালক আশরাফুল ইসলাম তিনি নিজেই প্রতিদিনের ন্যায় জীবিকা নির্বাহের উদ্দ্যেশে ৩ জন হেলপার সহ সোমবার সকালে নিজ বাড়ী থেকে বেড়িয়ে আসে। উক্ত এলাকার চলাচলের রাস্তা কাচা পাকা সহ সবগুলোরই বেহাল দসা এ কারনেই প্রায়াসই দুরঘটনা ঘটছে বলে জানায় এলাকাবাসী।
আহতদেরকে ট্রাক্টটরের নিচ থেকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে ডিমলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেলে সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থা আসংখ্যা জনক হলে কর্তব্যরত ডাক্টার কৃষ্ণা রানী সেন উন্নত চিকিৎসার জন্য তাদারকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন, পতি মধ্যে সাদেক আলী (২২) ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেডে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ইসলাম (৩৫) নিহত হয়। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আহতদেরকে ট্রাক্টটরের নিচ থেকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে ডিমলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেলে সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থা আসংখ্যা জনক হলে কর্তব্যরত ডাক্টার কৃষ্ণা রানী সেন উন্নত চিকিৎসার জন্য তাদারকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন, পতি মধ্যে সাদেক আলী (২২) ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেডে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ইসলাম (৩৫) নিহত হয়। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।