ডিমলায় বাল্য বিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত।
https://www.obolokon24.com/2016/03/dimla_6.html
জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা সদর ফেডারেশন হলরুমে রবিবার সকালে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের উপস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনকল্যাণ সংস্থার যুব ফোরাম সভাপতি বাবু অনুকুল চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার রেজাউর করিম, আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস মাস্টার, জনকল্যাণ সংস্থার সভাপতি নিত্যানন্দ অধিকারী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ভূঁইয়া, আরডিআরএস-বাংলাদেশ ডিমলা উপজেলা প্রজেক্ট ম্যানেজার আব্দুল সালাম সহ যুব ফরমের সকল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনকল্যাণ সংস্থার সাধারন সম্পাদক বাবু সাধব চন্দ্র রায়। এত স্বাগতিক বক্তব্য রাখেন যুব ফরম সম্পাদক বাবু গৌতম চন্দ্র রায়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ শুধুমাত্র আইন প্রয়োগ করে বন্ধ করা যাবে না। এই জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। পরিণত বয়স না হলে বিয়ে করবোনা মা-বাবাকে তা বুঝাতে হবে। বাল্যবিবাহের কুফল সম্পর্কে জন সচেতনতা গড়ে তোলা আমাদের সকলের জন্য আবশ্যক। তাই আসুন “বাল্য বিবাহ রোধ করি সুখী পরিবার গোড়ে তুলি” এই হোক আমাদের অঙ্গিকার। উল্লেখ্য অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফেডারেশন সংলগ্ন রাজকুমার বিশ্বাসের বাড়ীতে বাল্যবিবাহের রোধ স্টিকার লাগিয়ে অনুষ্ঠানের শুভসুচনা ঘোষনা করেন এবং জনকল্যাণ সংস্থার যুব ফোরাম আয়োজিত বর্ণাঢ্য র্যালি শহর পরিদর্শন করে ।