ডিমলায় শিব চর্তুদশী উৎসব শুরু
https://www.obolokon24.com/2016/03/dimla_16.html
জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় সদর ইউনিয়নে ঐতিয্যবাহী শ্রী শ্রী জয় রামেশ্বর শিব মন্দীরে চর্তুদশী উৎসবের ৩ দিন ব্যাপী মেলা শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে শত শত হিন্দু নরনারী পূণ্যার্থীরা পুজায় অংশগ্রহণ করেন। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে একটি মেলা বসে।
উলেখ্য যে আজ থেকে ৪৪ বছর আগে এই শিব পূঁজাকে কেন্দ্র করে মাস ব্যাপী এক বিরাট শিব রাত্রী মেলা হত। সে মেলায় যাত্রা, সার্কাস, পুতুল নাচ, বিভিন্ন জিনিশ পত্রের দোকান এবং গরু, মহিশ, ছাগল, ঘোড়া, কাঠ ও লোহার সামগ্রীর দোকান বসতো। শ্রী শ্রী জয় রামেশ্বর শিব মন্দীরের পূঁজা উৎযাপন কমিটির সভাপতি বাবু মহিত কুমার সিংহ রায় এবং সাধরন সম্পাদক নীরেন্দ্র নাথ রায় তারা বলেন এখানে আগের মতো মাস ব্যাপী মেলা করতে না পারলেও পূঁজা প্রার্থনা হিন্দু ধর্মীয় অনুষ্ঠান আমরা সঠিক ভাবে করার চেষ্টা করছি। উক্ত মেলায় ৫০ টির উর্ধে বিভিন্ন দোকান বসে।