ভালো লেখক হতে চায় শাহিন আলম বাবু
https://www.obolokon24.com/2016/03/dimla_10.html
জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ
প্রতিভা ব্যক্তির অসাধারণ সৃজনীশক্তি, ব্যতিক্রমধর্মী বুদ্ধিমত্তাবিশিষ্ট গুণাবলী প্রত্যেক মানুষ কোননা কোন বিষয়ে প্রতিভাবান, তাদের মধ্যে একজন নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়রেন মৃত আব্দুর সাত্তার ধউলুর পুত্র এস.এম শাহিন আলম বাবু (১৮)।যিনি লেখনির মাধ্যমে ফুটিয়ে তোলেন তার কল্পনাকে।সাহিত্য চর্চার মাধ্যমে সৃষ্টি করেন ঘটনা ও চরিত্রের।মধ্যবর্তী পরিবারে জন্ম তার। ৪ ছেলে ১ মেয়ে কে রেখে ০২ জানুয়ারী ১৫ না ফেরার দেশে চলে যান তার বাবা। সংসারের হাল ধরেছেন বাবার বিয়োজনের পর বড় ভাই মমিনুর রহমান, খান মোহাম্মদ মেহের ।বোন সাবিনা ইয়াসমিন ডিমলা মহিলা মহাবিদ্যালয়ের এইচ.এস.এস ১ম বর্ষের ছাত্রী, ছোট ভাই আল আমীন জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র, মা মনোয়ারা বেগম একজন গৃহিনী, বর্তমানের শাহিন তিস্তা ডিগ্রী কলেজের এইচ.এস.এসি ২য় বর্ষের ছাত্র। জানা গেছে ২০১৪ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত নীলফামারী সরকারী হাইস্কুল উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে জেলা প্রশাসন সনদ ছিনিয়ে নেওয়ার গৌরব অর্জন করে এবং গত ১৪ই ফেব্র“য়ারী/১৬ নিজ লেখা আনন্দের আসর নামক একটি ছোট গল্পের বই প্রকাশ পায়। তার কাছে ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে সে প্রতিবেদককে বলে আমি একজন ভালো লেখক হতে চাই এবং কিছু দিনের মধ্যে ১। নিল আসমান, ২। স্মৃতি কবর স্থান নামক ২টি উপন্যাস প্রকাশ করবো। সে আরও বলে আমার সাহিত্য জগতে পাড়ি দেওয়ার পেছনে যার অবদান তিনি হলেন ঢাকা মিরপুর নবজীবন সংস্থা পরিচালক রেহেনা পারভিন। তাই এলাকাবাসী, গুরুজন ও সকলের কাছে দোয়া কামনা করি। আমি যেন আমার কাঙ্খিত লক্ষে পৌছতে পারি।