প্রার্থী মনোনয়নে ব্যাপক অর্থ দিয়ে আওয়ামীলীগের কাউন্সিলারদের খরিদ, কেতকীবাড়ী ইউনিয়নের আওয়ামীলীগ নেতার অভিযোগ

এ.এই পলাশ চিলাহাটি নীলফামারী প্রতিনিধি ঃ
প্রার্থী মনোনয়নে ব্যাপক অর্থ দিয়ে আওয়ামীলীগের কাউন্সিলারদের খরিদ করেছে। কাউন্সিলারদের এই অর্থ ভাগাভাগী নিয়ে মন কষাকষী চলছে।
চিলাহাটি প্রেসকাবের সাংবাদিক সম্মেলনে এমনই লিখিত অভিযোগ করেন, ডোমার উপজেলাধীন ২নং কেতকীবাড়ী ইউনিয়নের আওয়ামী কার্যকরী সদস্য ও ইউপি আওয়ামী চেয়ারম্যান কাউন্সিলে হেরে যাওয়া প্রার্থী মাহাবুবুল আলম ওহাবুল। সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন, ৬ সদস্যের নির্বাচনী কমিটি যাচাই বাছাই করে প্রার্থী নির্বাচন করে, এতে একটি ইউনিয়নেরও সঠিক প্রার্থী বাছাই হয়নি। কেতকীবাড়ী আওয়ামীলীগের ইউনিয়ন কমিটিতে দুর্নীতি করে অযোগ্য প্রার্থীকে বের করে নিয়ে এসেছে। তিনি আরো বলেন, কেতকীবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত মজিবুল হক প্রামাণীক বর্তমান চেয়ারম্যান-র চাচাতো ভাই এবং তারা পারিবারিকভাবে  বাম রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, কেতকীবাড়ী ইউনিয়নের কাউন্সিলর ছিলেন ৬৫ জন। চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেছেন ৪  জন। এর মধ্যে উক্ত ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতিও প্রতিদ্বন্দিতা করেন।  যে ব্যক্তিটি পারিবারিক সূত্রে বামদলের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন বর্তমান সরকার দেশ পরিচালনার ভার নেওয়ার পর থেকে উক্ত ব্যক্তি আওয়ামীলীগে যোগদান করেন এবং টাকার জোরে উক্ত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন। সেই সূত্র ধরেই তিনি ৬০ জন কাউন্সিলারের মধ্যে প্রায় ৪০ জন্য কাউন্সিলাকে টাকা দিয়ে তাদের ভোট ক্রয়করে নির্বাচিত হয়।
বংশগত আওয়ামী পন্থী হিসেবে দাবী করে আওয়ামী চেয়ারম্যান কাউন্সিলে হেরে যাওয়া ওহাবুল বলেন, আমার পিতা প্রয়াত মোজাম্মেল হক প্রামাণীক ও বড় চাচা প্রয়াত সামছূল হক প্রামাণীক  বৃহত্তর উত্তর বঙ্গের মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী নেতা ছিলেন। তিনি বলেন, ১৯৯২ সালে বাংলাদেশ ছাত্রলীগ চিলাহাটি সরকারি মহাবিদ্যালয় শাখার সভাপতি/ভিপি নির্বাচিত হই। এমনকি বিগত বিএনপি খালেদা জিয়া হটাও অসহযোগ আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক ছিলাম। তিনি অভিযোগ করেন, দলের দুর্দিনে আমরা সৈনিক হিসেবে ব্যবহার হই আর সুদিনে প্রশ্নের পরিচয়ে দাঁড়িয়ে রই। পরিশেষে সাংবাদিক ও সংবাদপত্রের মাধ্যমে তিনি আওয়ামীলীগ ও দলের প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার আশু সু-দৃষ্টি কামনা করেছেন।

গত ৯ মার্চ রাত ৮টায় ২নং কেতকীবাড়ী ইউনিয়নে আওয়ামী চেয়ারম্যান কাউন্সিলে হেরে যাওয়া ইউনিয়ন আওমীলীগ কার্যকরী সদস্য মাহাবুবুল আলম ওহাবুল চিলাহাটি প্রেসকাবে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগগুলো লিখিতভাবে উত্থাপন করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7911000909489422932

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item