কিশোরী গৃহকর্মী অগ্নিদগ্ধ গৃহকর্তা ও তার স্ত্রীসহ আটক ৫
https://www.obolokon24.com/2016/02/rangpur_61.html
হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে পূণিমা নামে এক ১২/১৩ বছরের কিশোরী গৃহকর্মী অগ্নিদগ্ধ হয়েছে। বর্তমানে অগ্নিদগ্ধ কিশোরী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার ইউনিটে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কোতয়ালী থানা পুলিশ গৃহকর্তা ও তার স্ত্রীসহ ৫ ব্যাক্তিকে আটক করেছে।শুক্রবার সকালে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে পাগলাপীরের শাহী জদ্দা ফ্যাক্টরীর ম্যানেজার শ্রী খোকন চন্দ্র রায় ওরফে খোকন বাবুর রংপুর মহানগরীর ধাপ এলাকার বাসায় নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী গ্রামের জনৈক্য এক দরিদ্রর কিশোরী কণ্যা পূর্ণিমা গৃহকর্মীর কাজ করে। ঘটনার দিন গত শুক্রবার খুব সকালে কিশোরী পূর্ণিমা অগ্নিদগ্ধ হলে তার বাম হাত এবং ডান হাত ঝলসে গেলে গৃহকর্তা তার চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার ইউনিটে ভর্তি না করিয়ে তিনি কর্মস্থল পাগলাপীরের শাহী জদ্দা ফ্যাক্টরীতে এনে সেখানে চিকিৎসা চালান। কিশোরী পূর্ণিমার এ অগ্নিদগ্ধের খবর পাগলাপীরসহ আশ পাশ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়লে জনমনে সৃষ্টি হয় নানা প্রতিক্রিয়া। অবশেষে রাত ১১টার দিকে কোতয়ালী থানা একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শাহী জদ্দা ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে আহত অগ্নিদগ্ধ পূর্ণিমাকে সেখান থেকে উদ্ধার করে তার সু-চিকিৎসার জন্য পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার ইউনিটে ভর্তি করান। সেখানে বর্তমানে পুলিশি হেফাজতে অগ্নিদগ্ধ পূর্ণিমার চিকিৎসা চলছে। এর পর ঘটনাস্থল পাগলাপীর শাহী জদ্দা ফ্যাক্টরির ভিতর হতে পুলিশ গৃহকর্তা খোকন বাবুসহ ৫ জনকে আটক করেন। এর আগে তার স্ত্রী শ্রী মতি পাপিয়া রাণিকে আটক করা হয় বাসা হতে।