জলঢাকায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২১ ফেব্রুয়ারী॥
নীলফামারীর জলঢাকা উপজেলায় এলজিইডির ত্বত্তাবধানে ৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ৪টি ইউনিয়নে সাড়ে সাত কিলোমিটার পাকা সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে।
রবিবার দুপুরে পৃথক চার স্থানে ওই কাজের উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন জানান, রংপুর বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ৩ কিলোমিটার, কৈমারী ইউনিয়নে ২ কিলোমিটার, ধর্মপাল ইউনিয়নে ২ কিলোমিটার এবং মীরগঞ্জ ইউনিয়নে ১ কিলোমিটারসহ মোট আটটি সংযোগ সড়কে সাড়ে সাত কিলোমিটার পাকা করণের কাজ হাতে নেয়া হয়েছে। এতে খরচ হবে ৪ কোটি ২৮ লাখ টাকা। নির্মাণকাজ শেষে এসকল ইউনিয় থেকে দ্রুত উপজেলা এবং জেলা সদরের সংগে যোগাযোগ করা সম্ভব হবে।
এদিকে গত শনিবার একই উপজেলায় শিক্ষা প্রকৌশল দপ্তরের অধীনে আড়াই কোটি  টাকা ব্যয়ে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
জেলা শিক্ষা প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মইনূল ইসলাম জানান, উপজেলার রশিদপুর বালিকা স্কুল এন্ড কলেজে ৪৮ লাখ ২৩ হাজার, মীরগঞ্জহাট ডিগ্রী কলেজে ৪৮ লাখ ২৩ হাজার এবং টেংগনমারী ডিগ্রী কলেজে এক কোটি ১৬ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে পৃথক তিনটি একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 9016981983173732657

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item