ইবিতেঅমরএকুশেপালিত
https://www.obolokon24.com/2016/02/islami-university.html
হুমায়ুনকবীরজীবন,ইবিপ্রতিনিধি :যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় প্রসাশন দিবসটি পালনকরেন।
কর্মসূচীর অংশ হিসেবে ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনায় শনিবার মাগরীবের নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি ও দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ১১টায় প্রসাশন ভবনের সামনে থেকে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের নেতৃত্বে এক শোকর্যালী বেরহয়।র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়শহীদ মিনারেরসামনেএসে শেষ।
র্যালী শেষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে রাত ১২ টা ১মিনিটে পুস্পাস্তাপক অর্পণ করেনবিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুলহাকিমসরকার। এসময় প্রো-ভিসিপ্রফেসর ড. মো. শাহিনুররহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএমআবদুললতিফ, ছাত্র উপদেষ্টাপ্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টরপ্রফেসর ড. মো. মাহবুবর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠণ, কর্মকর্তা এবং কর্মচারী সমিতি, ছাত্রসংগঠণ, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেস-ক্লাব, রোভার স্কাউট, বিএনসিসি সহ বিভিন্ন হলের প্রভোস্টরা পুস্পস্তাপক অর্পণ করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরাবতা পালন ও দোয়া মোনাজাতঅনুষ্ঠিতহয়।
এরই অংশ হিসেবেআজ রোববারসকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার জাতীয় পতাকা এবং প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনু ররহমান বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন।