ডোমারে সরস্বতী পুজা উপলক্ষে আরতী প্রতিযোগিতা
https://www.obolokon24.com/2016/02/domar_56.html
আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে শ্রী শ্রী সরস্বতী পুজা উদযাপন উপলক্ষে আরতী প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলার বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১৩ ফেব্রুয়ারী শনিবার ভোররাত্রীতে তুলসি আরতী ও নগর পরিক্রমা, নগরঘাট স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। সকাল ১০টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে আরতী প্রতিযোগিতা শুরু হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক মদন মোহন রায়, প্রতিম কুমার দাস গুপ্ত মিঠু, কল্পনা রাণী অধিকারী, সুরেশ চন্দ্র সরকার প্রমূখ বক্তব্য রাখেন। শিক্ষক দুলাল হোসেন, আব্দুস সালাম, দেবু চন্দ্র রায়, রবিউল ইসলাম, আবু জাফর সামসুদ্দিন সহ বিদ্যালয়ের সকল শিক/শিকিা, ছাত্র/ছাত্রী ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। শেষে ভাষা আন্দলনের সকল শহীদের আতœার শান্তি, দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।