ডোমারে শ্রেনী কক্ষের অভাবে খোলা আকাশের নিচে চলছে শিশুদের পাঠদান।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে শ্রেনী কক্ষের অভাবে খোলা আকাশের নিচে চলছে শিশুদের পাঠদান। এতে দির্ঘদিন শীত,বর্ষা ও গরমের দিনে খোলা আকাশের নিচে ক্লাস করায় অসুস্থ্য হয়ে শিশুরা স্কুল বিমূখ হয়ে পড়ছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৭২নং বাগডোকরা শিবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২শত জন ছাত্র/ছাত্রী তাদের মধ্যে প্রাক-প্রাথমিক শ্রেনীর প্রায় অর্ধশত ছাত্র/ছাত্রী খোলা আকাশের নিচে প্রায় কাস করাতে হয়। ঝুকিপূর্ণ পুরাতন এই বিদ্যালয়টিতে দুইচালা টিনের ঘড়, বাঁশের ব্যড়া দ্বারা নির্মাণ করে এলাকাবাসী। শ্রেনী ক আছে মাত্র ৩টি ১টি ছোট অফিস রুম। এতো ছাত্র/ছাত্রীর জন্য নগন্য সংখ্যক শ্রেনী কক্ষ দিয়ে পাঠদান কার্যক্রম চালাতে হিমশীম খেতে হচ্ছে শিকদের। ভাঙ্গা টিনসেট ভবনে ৩টি রুমের মধ্যে ২টি রুমের ব্যড়া ও টিন ভেঙ্গে পড়ে থাকায় ১টি রুমে ক্লাশ করতে হয় অনেক ভয়ভীতির মধ্যে। যেকোন মুহুর্ত্তে  বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি রায় বলেন, বিদ্যালয়টি সময়ের সাথে পাল্লা দিয়ে ছাত্র/ছাত্রী সংখ্যা বাড়লেও সে হারে শ্রেনী কক্ষ বাড়েনি। তাই বাধ্য হয়ে শিশুদের খোলা আকাশের নিচে পাঠদান করাতে হয়। সহকারী শিক্ষিকা মাধবী রাণী জানান, একইতো ভাঙ্গা স্কুল টয়লেট, টিউবওয়েল নেই, কাগজ পত্র অন্যের বাড়ীতে রাখতে হয়, মাঝে মধ্যে ব্রেঞ্চ বেড়ার ফাঁক দিয়ে মানুষ নিয়ে যায়। বিশেষ করে বর্ষাকালে বৃষ্টি ভিতরে পড়ায় দাঁড়িয়ে কাশ করতে হয়। এলাকাবাসী বিনয় কুমার রায় জনান, শ্রেনী করে পাশাপাশি বিদ্যালয়ে শিা উপকরণ রাখার জায়গা নেই বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন ফল হয়নি। এলাকায় এধরণের অবহেলিত ভঙ্গা সরকারী বিদ্যালয় কোথাও আছে কিনা জানা নেই। কিছুদিন আগে মাননীয় সংসদ সদস্য স্কুলটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি দেন। নতুন ভবনের জন্য অনেক জায়গা থাকলেও কর্তৃপক্ষের উদাশীনতার কারণে ব্যহত হচ্ছে শিক্ষার মান। কমলমতি শিশুরা তাদের মনোবল ভেস্তে যাওয়ার উপক্রম। কর্তৃপক্ষে নিকট বিদ্যালয়টির সমস্যা গুলি আশু সমাধানের জোর দাবী জানাচ্ছি এলাকাবাসী।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7880263336847814720

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item