ডোমারে আদম বেপারীর কবলে যুবকেরা দিশেহারা।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে আদম বেপারীর কবলে পড়ে যুবকেরা দিশেহারা হয়ে পড়েছে। উপজেলার জোড়াবাড়ী  ইউনিয়নে ডাংঙ্গা পাড়া গ্রামের হামিদুর ইসলাম টুপিয়ার পুত্র আজাহার ও জাকির বিদেশ থেকে ফিরে এলাকায় প্রতারণা চালিয়ে জাল ভিসা দেখীয়ে লক্ষ লক্ষ টাকা আতœসাত করে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছে। সরেজমিনে যানাযায়, এদের মধ্যে ১নং ওয়ার্ডের চাংগাই টারী ও দিঘির পাড় এলাকার আনোয়ার হোসেনের পুত্র রুবেলের কাছে ২ লক্ষ ৫০ হাজার, জাহিদুলের পুত্র শাহিনুরের কাছে ২ লক্ষ ৮০ হাজার, দিঘিরপাড় এলাকার আবুল হোসেনের পুত্র এনামুল হকের কাছ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ২প্রতারক। সংবাদটি জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হওয়ায় বিষয়টি জেলা পুলিশ সুপারের দৃষ্টি গোচর হয়। তিনি ডিবি কর্মকর্তাকে তদন্তের দায়ীত্ব দেয় এবং গত ১৪ডিসেম্বর নীলফামারী ডিবির কর্মকর্তা এরশাদ হোসেন সরেজমিনে তদন্ত করে, তা প্রমানিত হয়।  বাংলাদেশের অনেক যুবক এমনি প্রতারনার শিকার হয়ে নদী পথে মালেশিয়া যেতে অনেকের প্রান হানির ঘটনা ঘটেছে।  এদের ওই চক্রের সাথে যোগসাজস থাকতে পারে বলে এলাকার যুবকেরা আতংকে দিনানিপাত করছে বলে এলাকাবাসী জানান। এনামুলের মা রমিছা ডিবিকে জানান, ছেলেকে ৩ মাসের মধ্যে বিদেশ নিয়ে যাওয়ার নাম করে ৫/৬ বার ঢাকায় নিয়ে গিয়ে লক্ষ টাকা খরচ করে শেষে পার্সপোর্ট ভিসা এনে দেয়। ৩বছর পেরিয়ে গেলে আমাদের সন্দেহ হয়। পার্সপোর্ট অফিসে গিয়ে কর্তৃপক্ষকে দেখালে তা সম্পুর্ণ নকল ও জাল বলে তারা জানান। এবিষয়ে প্রতারক আজাহর আলী প্রতিবেদককে জানান, কারণ বসতো নিয়ে যেতে পারি নাই তবে সকলের টাকা ফিরত দিবো। প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান ভুক্তভুগি পরিবারের লোকজন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2358653622498850793

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item