বিলুপ্ত ছিট মহলবাসিদের ভারতে অবস্খানের প্রস্তুতি সম্পূর্ন
https://www.obolokon24.com/2015/11/sit-mohol_58.html
মোঃ আবু ছাইদ,চিলাহাটী,ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ
আগামী কাল নীলফামারীর ডোমার উপজেলা চিলাহাটি ও কুচবিহার জেলার হলদিবাড়ি সীমান্ত দিয়ে ১৬টি পরিবারে ৫৫ জন সদস্য ভারতে যাওয়ার যাবতীয় প্রস্তুতি ভারত ও বাংলাদেশ সরকার সম্পন্ন করেছেন। এখানে উল্লেখ্য যে, ভারত বাংলাদেশর ছিট মহল বিনিময় হওয়ায় পর ডোমার সংলগ্ন পঞ্চগড় জেলায় অবস্থিত ২১টি ছিট মহলে ৪৯১ জন ব্যাক্তি ভারত যাওয়ার ইচ্ছা পোষন করেছেন। তারই ধারাবাহিকতায় আগামি কাল ডোমারের চিলাহাটি সীমান্ত দিয়ে ৫৫ জন ভারতে যাবে। বিশ্বস্থ সূত্রে যারা যায় যে, ভারতীয় সরকার এসব ব্যাক্তির জন্য থাকার ঘর নির্মান করেছেন এবং প্রতিটি পরিবারের জন্য ১ মাস খাবার ব্যবস্থা করেছেন। জানা গেছে, ক্যাম্পে আগন্তুকদের জন্য অস্থায়ী টিনের সুদূশ্য ঘরগুলিতে বিছানা লেপতোশক ও বালিশের ব্যবস্থা রেখেছে প্রশাসন। পাশা পাশি তাদের ব্যবহারের জন্য প্রয়োজনীয় কিছু বাসন পাত্র, স্নান করার মগ,বালতির ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে আগন্তুকদের জন্য কিছু পোষাকও রাখছে প্রশাসন। পাশা পাশি ঘরগুলিতে কম্বল, ্িএপল ইত্যাদির ব্যবস্থ্ওা তারা রাখছেন। এছাড়াও তাদের সুবিধার জন্য শৌচাগার, স্নানঘর ও রানিং ওয়াটরের ব্যবস্থাও করেছে প্রশাসন। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, আন্তকদের প্রথম একমাস রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।এর জন্য প্রশাসানের তরফে মহাকুমাশাসকদের মারফত টেন্ডারের মাধ্যমে এজেন্সি ঠিক করা হয়েছে। হলদিবাড়ী ক্যাম্পে দুটি ডাইনিং হল করা হয়েছে। প্রশাসন সূত্রে আরও খবর, একমাস পর রেধে খাবার দেওয়া বন্ধ করা হলেও আগামি দ-ুবছর রেশনে চাল, ডাল, তেল, চিনি, আটা, কেরোসিন সহ বিভিন্ন জিনিস তাদের বিনা পয়সায় দেওয়া হবে।