চিলাহাটি-হলদিবাড়ী চেকপোষ্ট দিয়ে ছিটমহলের ১৫টি পরিবারের ৪৮জন ভারতে

এ.আই পলাশ  ঃ
সদ্য বিলুপ্ত হওয়া ছিট মহলগুলোর ভারতে যেতে আগ্রহী নাগরিকদের উপজেলার চিলাহাটি-হলদীবাড়ী চেকপোষ্ট দিয়ে প্রথম দফার কাজ আজ ২২ নভেম্বর’১৫ইং সম্পন্ন হয়েছে। ভারতের নাগরিকত্ব গ্রহণকারী পরিবারগুলো তাদের স্থাবর-অস্থাবর সম্পদ-সম্পত্তি হস্তান্তর ও বিক্রয় করে স্থাযীভাবে সে দেশে থাকার জন্য গমন করে।
প্রথম দফায় ভারতের নাগরিকতা গ্রহণকারী  ১৫টি পরিবারের মধ্যে শিশুসহ মোট ৪৮জন সদস্য ভারতে গমন করে। তাদেরকে বাংলাদেশের নীলফামারী জেলা প্রসাশন ভারতীয় হলদীবাড়ী জেলা প্রসাশনের হাতে তুলে দেয়। ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের সীমান্তবর্তী ডাঙ্গপাড়া বিজিবি ক্যাম্পের মেইন পিলার ৭৮২ সংলগ্ন সদ্য নির্মিত মাটির রাস্তা দিয়ে তাঁরা সেসব নাগরিকদের গ্রহণ করে তাদের মালপত্রসহ ভারতের কুচবিহারের এডিএম আয়শা রানী ও এসডিএম রঞ্জন ঝাঁ সহ ভারতীয় ৫৮-বিএসএফ এর হাতে তুলে দেন।
আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন ৫৬ -বিজিবি’র অধিনায়ক লে. ক. জি.এম সারওয়ার হোসেন, এডিসি  (রেভিনিউ) মজিবর রহমান, ডোমার উপজেলা নির্বাহী কর্মকতা সাবিহা সুলতানা, এ্যাসিসট্যান্ট কমিশনার (রাজস্ব) হুমায়ুন হাফিজ, রাজস্ব কর্মকর্তা আহসান হাবিব, সহকারী রাজস্ব কর্মকর্তা ময়নুল ইসলাম, সমীর রঞ্জন মিস্ত্রী, পঞ্চগড় জেলা এডিএম মাহমুদুল আলম, ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনীয়া, ডোমার থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, ইউএনও বোদা, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর আলী ও ৫৬ বিজিবি চিলাহাটি কম্পানী কমান্ডার ওহাব প্রমুখ।
ভারতের নাগরিকত্ব গ্রহণকারী অবলুপ্ত ছিট নাগরিকদেরকে সর্বমোট ৪দফায় চিলাহাটি-হলদীবাড়ী চেকপোষ্ট দিয়ে ভারতে পাঠানো হবে বলে জেলা প্রসাশনের একটি সূত্র জানায়। এতে পঞ্চগড় জেলাধীন অবলুপ্ত ৩৬টি ছিটমহলের মধ্যে ১১টি ছিটমহলের ৯৯টি পরিবারের ৪৮৭জন সদস্য ভারতে গমন করবে। এতে দ্বিতীয় দফা ২৩ নভেম্বর কোট ভাজনী ছিটমহলের ৩০টি পরিবার ও বালাপাড়া খাগড়াবাড়ী ছিটমহলের ১টি পরিবারসহ মোট ৩১টি পরিবার, তৃতীয় দফা ২৪ নভেম্বর দহলা খাগড়াবাড়ী ছিটমহলের ২৯টি পরিবার এবং শেষ অর্থাৎ চতুর্থ দফা ২৬ নভেম্বর দহলা খাগড়াবাড়ী ছিটমহলের ১৭টি ও দইখাতা ছিটমহলের ৬টি পরিবারসহ মোট ২৩টি পরিবার ভারতে যাওয়ার জন্য তাদের প্রয়োজনীয় কাগজ পত্রাদি অর্থাৎ ট্রাভেল পাস  হাতে পেয়েছে বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4561081773710856837

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item