ভারত গেল ভারতে

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ॥
জন্মটা কোথায়? চলে গেল কোথায় ? এর কোন কিছুই বুঝতে বা জানতে পারলোনা আড়াই মাসের শিশু পুত্র ভারত। অবুঝ হৃদয়ে এই ভারত নামের আড়াই মাসের  শিশু পুত্রপি পিতা মাতার সাথে স্থায়ীভাবে বসবাসের জন্য পাড়ি জমালো ভারতে। সোমবার(২৩ নভেম্বর) দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি-হলদিবাড়ি অভিবাসন সীমান্ত পথ দিয়ে পঞ্চগড় জেলার দ্বিতীয় দফায় ২৮ পরিবারের ১৪৭ জন সদস্য ভারত গমন করে। তাদের সাথেই আড়াই মাসের অবুঝ শিশু ভারত কে কোলে নিয়ে তার বাবা লালচাঁদ ও মা সুশিলা রানী ভারত গমন করে। তাদের সাথে ছিল এই দম্পক্তির ছয় বছরের মেয়ে পুস্প। ছিল শিশু ভারতের দাদা ধুপেন্দ্র রায়,  কাকা আমাতু রায়(২১) । ভারতের দাদীর অনেক আগেই মৃত্যু হয়েছে। এই পরিবারটি কোটভাজনী বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা ছিল। বাংলাদেশ সীমান্ত ছেড়ে তারা যখন ভারতে সীমান্তে প্রবেশ করছিল তখন দেখা গেলো আড়াই মাসের ভারত তার পিতা লালচাঁদের কোলে ঘুমিয়ে পড়েছিল। সে কিছুই বুঝতে পারলো ঘুমিয়ে পড়া ছিল তার বাংলাদেশে-  যখন ঘুম ভাঙ্গবে তখন ভারত বুঝতে পারবেনা এখন সে ভারতের মাটিতে।
তাদের সাথে কথা বলে জানা যায় ছিটমহল বিনিময়ের আগে যখন জনগণনা হয় তখন ভারত ছিল তার মায়ের গর্ভে। তখনই এই পরিবারটির ৫জন ভারত গমনের জন্য নাম নিবন্ধন করেছিল। ৩১ জুলাই মধ্যে রাতে ছিটমহলগুলো হয়ে যায় বিলুপ্ত। ছিটমহলগুলো বিলুপ্ত হবার প্রায় ২৫দিন পর বাংলাদেশের মাটিতে জন্ম নেয় শিশু পুত্রটি। যেহেতু পরিবারটি ভারত চলে যাবে তাই নবজাতক শিশু পুত্রের নাম রেখে দেয় তারা ভারত। ঘটনাটি এলাকায় প্রকাশ হয়ে পড়লে চিলাহাটি সীমান্তে সকলের মুখে মুখে বলতে শোনা যায় ভারত গেল ভারতে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7590803604402756558

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item