চিলাহাটি-হলদিবাড়ি দিয়ে ভারত গমনে ৪৮ জন প্রস্তুত

তাহমিন হক ববী চিলাহাটি সীমান্ত থেকে ॥
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি সীমান্তের ওপারে ভারতের হলদিবাড়ি এলাকায় বিশাল প্যান্ডেল। স্বাগতম লিখা সমেত  বিশাল তোরন। সেখানে অপেক্ষা করছে ভারতীয় প্রতিনিধি দল। এপারে বাংলাদেশের প্রতিনিধি দল রয়েছে আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে। আজ রবিবার দুপুরের আগেই  পঞ্চগড় জেলার ভারতীয় বিলুপ্ত ৩৬টি ছিটমহলবাসীদের  মধ্যে ১১টি ছিটের যারা ভারতের নাগরিকত্ব নিয়েছেন তাদের প্রথম দলটি  চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি অভিবাসন সীমান্ত  ভারত গমন করতে যাচ্ছে। এই দলে ১৫ পরিবারে ৪৮ জন সদস্য রয়েছেন। সুত্রমতে এই দলের ভারত গমনের কথা ছিল ১৭ পরিবারের ৫৫ জনের। কিন্তু  ৭ জন সদস্য ভারত গমন বাতিল করেছে বলে জানান পঞ্চগড় ও নীলফামারী নাগারিক অধিকার সম্বন্ময় কমিটির সভাপতি মফিজার রহমান জানান।
আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থাকা নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিয়া সুলতানা সাংবাদিকদের জানান আজ রবিবার সকাল ৯টায় এদের পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদ ক্যাম্প থেকে দুইটি বাস যোগে ডোমার উপজেলা সড়ক ধরে চিলাহাটি নিয়ে আসা হচ্ছে। তাদের মালামাল আনা হচ্ছে তিনটি ট্রাকে। তাদের পঞ্চগড় থেকে চিলাহাটি সীমান্তে আনতে আইনশৃংঙ্খলা বাহিনী নিরাপত্তা দেয়া হচ্ছে। এখানে কিছু আন্ষ্ঠুানিকতা রয়েছে আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে।এটি সম্পন্ন হলেই দুপুরের আগেই তাদের ওপারে থাকা ভারতীয় প্রতিনিধি দলের হাতে বুজিয়ে দেয়া হবে।
এর আগে শনিবার (২১ নবেম্বর) ৭৮ নম্বর গাড়াতি বিলুপ্ত ছিটমহলের একটি পরিবার,৩২ নম্বর  নাটকতলা ছিটমহলের দুইটি পরিবার,৩৪ নম্বর বেনুয়ারডাঙ্গা ছিটমহলের একটি পরিবার,৩৬ নম্বর কাজলদিঘি ছিটমহলের একটি পরিবার, ৪১ নম্বর  নাজিরগঞ্জ ছিটমহলের চারটি পরিবার, ৪২ নম্বর  নাজিরগঞ্জ ছিটমহলের ৬টি পরিবারের ৫৫ জন সদস্যদের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদে কাষ্টমস ইমিগ্রেশন সম্পন্ন করে ট্রাভেল পাস বুঝিয়ে দেয়া হয়। সেখানে তাদের রাতে রেখে সকালে চিলাহাটি আনা হচ্ছে।
সুত্রমতে সদ্য বিলুপ্ত পঞ্চগড়ের ৩৬টি ভারতীয় ছিটমহলের মধ্যে ১১টি থেকে ৯৮টি পরিবারের ৪৮৯ জন ভারত গমন করবে। তাদের চারটি  দলে বিভক্ত করে ভারত পাঠানো হচ্ছে। তাই এ জেলার প্রথম দলটি  আজ রবিবার ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ছে। এ জেলার আরো ৭৪ পরিবারের ৪৩৪ জন সদস্যদের মধ্যে আগামীকাল  সোমবার (২৩ নবেম্বর) যাবে  ৩১ পরিবার, মঙ্গলবার (২৪ নবেম্বর) যাবে ২৯ পরিবার, বুধবার( ২৬ নবেম্বর) যাবে ২৩ পরিবার। এ ছাড়া চার দফায় কোন পরিবার ভারত যেতে পিছিয়ে পড়লে  ওই সদস্য গুলোকে ৩০ নবেম্বর ভারত গমনের সুযোগ দেয়া হবে।
প্রসঙ্গত গত ১৯ নবেম্বর বুড়িমারী-চ্যারাবান্ধা অভিবাসন সীমান্ত পথ দিয়ে লালমনিরহাট জেলায় অবস্থিত বিলুপ্ত ভারতীয় ছিটমহলের  ১৮ পরিবারের ৬২ জনের প্রথম দলটি ভারত গমন করেছিল।
উল্লেখ যে চলতি বছরের ৩১ জুলাই মধ্যরাতে দীর্ঘ ৬৮ বছরের বন্দি জীবন থেকে মুক্তি মিলে ভারত-বাংলাদেশের ১৬২টি ছিটমহলের প্রায় ৬১ হাজার মানুষের। এরপর উভয় দেশে সরকারিভাবে যৌথ জরিপ কার্যক্রম পরিচালনা করে। এ জরিপ কাজের মাধ্যমে ছিটবাসী নিজেদের ইচ্ছামতো নাগরিকত্বের আবেদন করেন। এসময় বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১১১টি ছিটমহলের মধ্যে ৯৭৯ জন ভারতের নাগরিকত্ব পেতে আবেদন করেন। ভারতে নাগরিকত্বের আবেদনকারীদের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করে ভারত সরকার। সে অনুযায়ী ট্রাভেল পাসধারীদের ৩০ নভেম্বরের মধ্যে ভারত পাঠানোর সিদ্ধান্ত হয় উভয় দেশের ডিসি-ডিএম পর্যায়ের যৌথ সভায়।

পুরোনো সংবাদ

প্রধান খবর 5688490756468186312

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item