............তবু যাচ্ছি কেন যাচ্ছি তা বলতে পারবো না।

আবু ছাইদ,চিলাহাটী প্রতিনিধিঃ
ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী ৪৮ জন ছিটমহল বাসী ভারতে গমন করল ইমিগ্রেশন কাজ সম্পুর্নকরে তারা বিকাল ৪ টার সময় বাস ও ট্রাকে মালামাল সহ বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে। সীমান্ত পারাপার অনুষ্টানে উভয় দেশের কয়েকহাজার মানুষ জামায়েত হন। কথা হয় ভারতের অভিভাষনকারী চতুর্থ শ্রেণীর ছাত্র রঞ্জিতের সাথে। তারা দুই ভাই রঞ্জিত ছোট। বাবা রতন মা ঝানু বিবি বাড়ী নজিরগঞ্জ ছিট মহল। সে বলছিল পরীক্ষা দিতে পারলাম না। ভারত যেতে মন খুবই খারাপ লাগছে তবুও বাবা মায়ের সাথে যেতে হচ্ছে। কথা হয় বিষ্ণু (৪) বাবা দিনেশ, মা রতœা তাদের বাড়ী গারাতি ছিটমহলে।

সে বলছিল বাবা মায়ের সাথে ভারতে বেড়াতে যাচ্ছি মা রতœা (৩০) বার বার চোখের পানি মোছে আর বলছিল ভারত যেতে ভীষন খারাপ লাগছে তবু যাচ্ছি কেন যাচ্ছি তা বলতে পারবো না। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8713750356737639831

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item