প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা শুরু সৈয়দপুরে ৯ কেন্দ্রে ২ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাদেশের ন্যায় সৈয়দপুরেও শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা। ২২ নভেম্বর রবিবার সকাল ১১টায় এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হয়ে আগামী ২৯ নভেম্বর শেষ হবে। ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১৭২ শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৯৮৪ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ১৫২ প্রতিষ্ঠানের ৪ হাজার ৫৭৫ জন ও ইবতেদায়ী সমাপনীতে ২০ মাদ্রাসার ৪০৯ শিক্ষার্থী অংশ নেয়।
জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ৪৮২ জন ও মাদ্রাসার ১৯৪ জন সহ মোট ২ হাজার ৬৭৬ জন ছাত্র ও প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ৯৩ জন ছাত্রী ও মাদ্রাসার ২১৫ জন সহ মোট ২ হাজার ৩০৮ জন ছাত্রী এ পরীক্ষায় অংশ নিয়েছে। এসব পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসনিক যাবতীয় প্রস্তুতি লক্ষ করা গেছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4972778879976805453

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item