সৈয়দপুরে দুই লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

মো. জহুরুল ইসলাম, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

৪০০ টাকা রাস্তা থেকে কুড়াতে গিয়ে এক ধান ব্যবসায়ীর ২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহীদ ডা. জিকরুল হক রোডে অবস্থিত জনতা ব্যাংক সৈয়দপুর শাখা সংলগ্ন এ ঘটনা ঘটে।
জানা যায়, সৈয়দপুরের অদূরে পার্বতীফুর উপজেলার বেলাইচন্ডি কাঠালিপাড়া এলাকার সিরাজুল ইসলাম নামের এক ধান ব্যবসায়ী সৈয়দপুর জনতা ব্যাংক থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করেন। উত্তোলনকৃত অর্থের সাথে বাড়ি থেকে নিয়ে আসা আরও ১ লাখ ১০ হাজার টাকা একত্রে একটি ব্যাগে রেখে মোটরসাইকেলের সাথে বেধে রাখেন। ওই সময় অপরিচিত এক ব্যক্তি ব্যবসায়ীকে বলেন, রাস্তায় আপনার ৪০০ টাকা পড়ে আছে। ব্যবসায়ী ওই টাকা রাস্তা থেকে উঠানোর পর দেখেন তার মোটর সাইকেলে রাখা টাকার ব্যাগটি নেই। অপরিচিত ব্যক্তিটাও নেই ঘটনাস্থলে। পরে ঘটনাটি স্থানীয় থানায় খবর দিলে ঘটনাটি পরিদর্শনে আসেন থানার ওসি সৈয়দ আমিরুল হক। তিনি ঘটনার ব্যাপারে থানায় মামলা দেয়ার পরামর্শ দেন ব্যবসায়ীকে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5762453888405613064

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item