রিজিওনাল ডেভেলপমেন্ট গ্রুপ বাংলাদেশ (আর.ডি.জি.বি) এর ৪ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :


ÔProject Management with Analytical Skills, Mass Sentiment, & Corporate Knowledge’ শীর্ষক ৪ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ মিলনায়তনে আগামী ১৫ নভেম্বর ২০১৫ থেকে ১৮ নভেম্বর ২০১৫ পর্যন্ত প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রশিক্ষণটি চলবে। প্রশিক্ষণে সকল বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী, ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করতে পারবে। দেশের সনামধন্য ও অভিজ্ঞতা স¤পন্ন শিক-শিকিা, উদ্দ্যোক্তা, ও প্রধান নির্বাহী কর্মকর্তা দিয়ে প্রশিক্ষণটি স¤পন্ন হবে। প্রশিক্ষণটি সনদ ভিত্তিক, সময় উপযোগী, ও বাস্তব ভিত্তিক, কারণ বিশ্ব ও কর্পোরেট সংস্কৃতি সাধারণত তাদের নির্দিষ্ট কাজ স¤পন্ন করার জন্য প্রশিক্ষিত ও ¯¦শিক্ষিত চাকুরিজীবি চেয়ে থাকে। আগ্রহীদের আগামী ১০ নভেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। রেজিষ্ট্রেশন ফরম িি.িৎফমৎড়ঁঢ়নফ.পড়স/ঃৎধরহরহম/ঃৎধরহরহম.যঃসষ এই সাইটে বিস্তারিতসহ পাওয়া যাচ্ছে।
রিজিওনাল ডেভেলপমেন্ট গ্রুপ বাংলাদেশ (আর.ডি.জি.বি) একটি সফ্টওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানী। এই কোম্পানী প্রধানতঃ কাস্টমাইজ সফ্টওয়্যার, ডাটাবেইজ, সিস্টেম মেইনটেনেন্স, স্টেট-অব-আর্ট কনসালটেনসি, ডকুমেন্টেশন, ফোরকাস্টিং ও এনালাইসিস’র উপর কাজ করে থাকে। এছাড়াও সফ্টওয়্যারের গুণগতমানসহ নিরাপত্তা, প্রশিক্ষণ, ও ব্যবহারকারীদের সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item