রংপুরে জামাত-শিবির ভোল্টপাল্টিয়ে নতুন ফন্দিফিকিরে ব্যস্ত
https://www.obolokon24.com/2015/11/rangpur_7.html
হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :
বর্তমান সরকার যুদ্বপরাধীদের বিচারের যখন বদ্ব পরিকর । অনেক যুদ্বপরাধীদের বিচার হয়েছে অনেকের বিচারাধীন বয়েছে । তখনি জামাতশিবিরধর্মীয় উগ্রপন্থীরা দেশের বিশিষ্ট নাগরিকসহ বিদেশীদের হত্যার পরিকল্পনা করছে। একই সাথে তারা আন্তর্জাতিক অঙ্গনে এদেশের ভাবমূর্তি ক্ষুণœ করতে বিমান ছিনতাই, কারাগারে আক্রমণসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনাও করছে। আর পরিকল্পনা বাস্তবায়নে সংগ্রহ করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, সরকারের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ধর্মীয় উগ্রপন্থীদের বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন দাখিল করেছে। তাতে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই সারাদেশে আত্মগোপনে থাকা সমরযুদ্ধে অভিজ্ঞ আফগান ফেরত শতাধিক যোদ্ধাকে দলে ভিড়িয়েছে জামায়াত-শিবির। তাছাড়া পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবা, আনসারুল্লাহ বাংলা টিম, তেহরকি তালেবান, কাশ্মীরি মুজাহিদ, হামজা ব্রিগেড ও আরাকানের রোহিঙ্গা । এদিকে জামাত-শিবির ভোল্টপালিাটয়ে নতুন ফন্দিফিকিরে ব্যস্ত হয়ে উঠেছে ।গোপন সুএে জানা গেছে জামাত শিবিরর ও হেফাজতে ইসলামের অনেক নেতা কর্মী জেল থেকে জামিন পেয়ে বের হওয়ার পর ভিন্ন কায়দায় মহিলাদের দিয়ে রংপুরের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী বই বিতরণ সহ জিহাদে অংশগ্রহন করতে হবে বলে সাধারণ মানুষকে উৎসহিী করছে বলে জানা গেছে । নাম প্রকাশে অনিচছুক জৈনক ব্যক্তি বলেন রংপুরের মমিনপুর,পালিচড়া,হাজীরহাট,পাগলাপীর, মিঠাপুকুর, পীরগাছায়.শহরের কামাড়পাড়া.আর্দশপাড়া সহ বিভিন্ন জায়গায় রাজশাহী.সিলেটের শীর্ষ শিবির ক্যাডাররা লুকিয়ে আছে । এ বিষয়ে রংপুরের সুশীলসমাজ জানান গোয়েন্দা নজরদারী সহ রংপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে নামে বেনামে শিবির নেতারা চাকুরীরত অবসাহায় সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টায লিপ্ত তাদের গ্রেফতার দাবী করেছেন ।
বর্তমান সরকার যুদ্বপরাধীদের বিচারের যখন বদ্ব পরিকর । অনেক যুদ্বপরাধীদের বিচার হয়েছে অনেকের বিচারাধীন বয়েছে । তখনি জামাতশিবিরধর্মীয় উগ্রপন্থীরা দেশের বিশিষ্ট নাগরিকসহ বিদেশীদের হত্যার পরিকল্পনা করছে। একই সাথে তারা আন্তর্জাতিক অঙ্গনে এদেশের ভাবমূর্তি ক্ষুণœ করতে বিমান ছিনতাই, কারাগারে আক্রমণসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনাও করছে। আর পরিকল্পনা বাস্তবায়নে সংগ্রহ করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, সরকারের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ধর্মীয় উগ্রপন্থীদের বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন দাখিল করেছে। তাতে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই সারাদেশে আত্মগোপনে থাকা সমরযুদ্ধে অভিজ্ঞ আফগান ফেরত শতাধিক যোদ্ধাকে দলে ভিড়িয়েছে জামায়াত-শিবির। তাছাড়া পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবা, আনসারুল্লাহ বাংলা টিম, তেহরকি তালেবান, কাশ্মীরি মুজাহিদ, হামজা ব্রিগেড ও আরাকানের রোহিঙ্গা । এদিকে জামাত-শিবির ভোল্টপালিাটয়ে নতুন ফন্দিফিকিরে ব্যস্ত হয়ে উঠেছে ।গোপন সুএে জানা গেছে জামাত শিবিরর ও হেফাজতে ইসলামের অনেক নেতা কর্মী জেল থেকে জামিন পেয়ে বের হওয়ার পর ভিন্ন কায়দায় মহিলাদের দিয়ে রংপুরের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী বই বিতরণ সহ জিহাদে অংশগ্রহন করতে হবে বলে সাধারণ মানুষকে উৎসহিী করছে বলে জানা গেছে । নাম প্রকাশে অনিচছুক জৈনক ব্যক্তি বলেন রংপুরের মমিনপুর,পালিচড়া,হাজীরহাট,পাগলাপীর, মিঠাপুকুর, পীরগাছায়.শহরের কামাড়পাড়া.আর্দশপাড়া সহ বিভিন্ন জায়গায় রাজশাহী.সিলেটের শীর্ষ শিবির ক্যাডাররা লুকিয়ে আছে । এ বিষয়ে রংপুরের সুশীলসমাজ জানান গোয়েন্দা নজরদারী সহ রংপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে নামে বেনামে শিবির নেতারা চাকুরীরত অবসাহায় সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টায লিপ্ত তাদের গ্রেফতার দাবী করেছেন ।