খলেয়ার বন্ধুনগরে জগবন্ধু স্মরনে মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2015/11/rangpur_51.html
হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগম্ভির্যের মধ্য দিয়ে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের উত্তর খলেয়া ভক্তপাড়া বন্ধুনগরে হিন্দুধর্মাম্বলীদের মহা প্রভূ জগবন্ধু স্মরনে অষ্টপ্রহরব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার পহেলা অগ্রহায়ন ভোরবেলা থেকে দিবারাত্রি সার্বজনীন বন্ধুনগর হরিমন্দির প্রাঙ্গনে বিপুল সংখ্যক সাধু সূধী জ্ঞানীগুনী ভক্ত শ্রোতাদের সমবেত ও নামসংকীর্তন পরিবেশনে অনুষ্ঠিত হল মহানামযজ্ঞানুষ্ঠান। উক্ত অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন ৫নং খলেয়া ইউপি চেয়ারম্যানপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম লাভলু। প্রধান অতিথি তার বক্তব্যে সার্বজনীন বন্ধুনগর হরি মন্দিরের সার্বিক উন্নয়নের সহযোগীতার অঙ্গীকার করেন এবং নগদ অর্থ প্রদান করেন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রসন্ন কুমার সরকার মাষ্টারের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি ননী গোপাল সরকার, সম্পাদক অভয় চন্দ্র সরকার মাষ্টার, সহ সম্পাদক অমুল্য চন্দ্র মহন্ত, কোষাধ্যক্ষ জ্যোতিশ চন্দ্র সরকার (সাধু), কার্যনিবাহী সদস্য ডা: প্রদীপ চন্দ্র সরকার (মা হোমিও হল)। এর আগে প্রসন্ন কুমার সরকার মাষ্টারের সভাপতিত্বে পৃথক আলোচনা সভায় খলেয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মেম্বার প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গার পক্ষে একটি সোলার প্যানেল ও মন্দিরের সার্বিক উন্নয়নে সহযোগীতার প্রতিশ্র“তি দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খলেয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বাবু নন্দি প্রসাদ সহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। উক্ত অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন রংপুর নীলফামারী ও লালমনিরহাট তিন জেলার হরে কৃষ্ণের দল। অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানটি সার্বিক তত্ত্ববাধায়ন ও পরিচালনা করেন সাধু জ্যোতিশ চন্দ্র সরকার।