দাম্পত্তের মাঝেই রংপুরে স্ত্রীর সাথে স্বামীর বিয়ে

মিঠাপুকুর প্রতিনিধি :


বিয়ের চার বছর পর আবারও বিয়ে। তবে, অন্য কোন বর বা কনের সাথে নয়। স্ত্রীর সাথে স্বামীর বিয়ে দেয়া হলো বুধবার সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউপি’র শংকর পুর গ্রামে। আর এ হাস্যকর ঘটনাটি নিয়ে বরের বাড়ির লোকজন সহ ওই এলাকার সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, শংকর পুর গ্রামের মৃত্যু আইয়ুব আলীর তালাক প্রাপ্ত কন্যা ও এক সন্তানের জননী মিনারা বেগম ঢাকার সাভারে পোষাক শ্রমিকের কাজ নেয়। এরই মাঝে একই জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউপি’র শেখ মো. কাজিম উদ্দিনের ছেলে শেখ মো. আবু তাহেরের পরিচয় ঘটে। এরই সূত্র ধরে ২০১১ ইং মুসলিম শরা অনুযায়ী ৭০ হাজার দেন মোহর নির্ধারণ করে রেজি: মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর বর কনেকে মোহর বাবদ স্বর্ণের গহনা বুঝে দেয়। এরপর আবু তাহেরের সম্পদের উপর লোভ জন্মে ভায়রা জবেদ আলী মেম্বরের। তারপর দফায় দফায় তাহেরের নিকট টাকা ধার নেয় জবেদ মেম্বর। মঙ্গলবার  ধার নেয়া টাকা চাইতে গেলে তেলে বেগুনে জ্বলে উঠেন তিনি। সেই সাথে ভায়রা কে ঘওে আটকিয়ে শারীরিক ভাবে নির্যাতন করে।এরপর, আবারও  টাকা ধার চায়। এতে সম্মতি না হওয়ায় তাকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ্য করতে বিয়ের চার বছর পর আবার ও রেজি: মাধ্যমে বুধবার সকালে বিয়ে পড়ান। পুনরায় পড়ানো এ বিয়েতে দেন মোহর ধার্য করে ৪ লাখ টাকা। দ্রুত এ মোহর বুঝে দিতে চাপও দেয়া হয় তাকে। টাকা দিতে বিলম্ব হলে মামলা করে  দেয়া হবে বলে হুমকী দেয়। সেখান থেকে পালিয়ে রংপুরে এসে গণমাধ্যম কর্মীদের ঘটনাটি  জানান তিনি। এব্যাপারে নগরীর ১০ নং ওয়ার্ডের কাজী আসাদুজ্জামানের সাথে গণমাধ্যম কর্মীদের কথা হলে তিনি বলেন, বিয়ে আমি নিজেই রেজিস্টারীর মাধ্যমে পড়ায়েছি। দুইবার কেন, এক বিয়ে ৩ বার পড়ানোর বৈধতা রয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 4528079972195105598

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item