মহানগরীর হনুমানতলার এরশাদ হকার্স মার্কেট মাদকের জমজমাট ব্যবসা
https://www.obolokon24.com/2015/11/rangpur_23.html
হাজী মারুফ
রংপুর নগরীর হুনুম্নতলায় এরশাদ হকার্স মার্কেটে আশে পাশে চলছে ভিন্ন বেশে ইয়াবা নতুন সদ্যনাম বাবা,হোরোইন ফেন্সিডিল নতুন স্পট চলছে বেচা-কেনা। পুলিশ প্রশাসনকে চোখ ফাকি দিয়ে চলছে এই ব্যবসা । তরুণ-তরুণীরাও জড়িয়ে পড়ছেন মাদক ব্যবসার সাথে। মাদকের ভয়াল থাঁবা থেকে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ তরুণ-তরুণীদের বাঁচাতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসা বন্ধে বেশ কয়েক বার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ করা হলেও কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
জানা যায়, রংপুর মহানগরীর হনুমানতলা এলাকায় বেশ কয়েকটি স্পটে দিনে-দুপুরে বিক্রি হচ্ছে ফেন্সিডিল, গাঁজা, মদ ও ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য। এই কাজে জড়িত হয়ে পড়ছে ওই এলাকার তরুণ-তরুণীরা। স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে এইসব মাদক দ্রব্য। বিশেষ করে হনুমানতলা এরশাদ হকার্স মার্কেটের পিছনের গলিতে জমজমাটভাবেই চলে আসছে হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা। এলাকার মাদক সম্রাট সারোয়ার ও তার পিতা, বক্করের স্ত্রী ফেন্সিডিল ব্যবসায়ী ফরিদা, বোন মালেকা, ইয়াবা ও হেরোইন সম্রাট গেন্দা, ইয়াবা ব্যবসায়ী আবুল কালাম, মোকছেদের স্ত্রী ইয়াবা সম্রাজ্ঞী মোর্শেদা, মালেকা, বিস কালাই, আমিনুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের জমজমাট ব্যবসা করে আসছে। তাদেরই হাত ধরে এলাকায় নতুন মাদক ব্যবসায়ীর আগমন ঘটছে। এরা হলো, কালা সুমন, কালু ও তার মা লতিফা, জাহাঙ্গীর, নেপাল, বিস কালাইয়ের স্ত্রী, মানিক ও রতন। গড়ে প্রতিদিন ওই এলাকা থেকে ৫’শ থেকে ১ হাজার পিস ইয়াবা, ফেন্সিডিল ও হেরোইন বিক্রি হচ্ছে। রংপুর সরকারি কলেজ, পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজসহ ওই এলাকার ছাত্রাবাসের শিক্ষার্থীরা এই মরণ নেশায় আসক্ত হয়ে পড়ছে।