নীলফামারীতে জমি নিয়ে হামলায় সংখ্যালঘু পরিবারের ৫ সদস্য আহত
https://www.obolokon24.com/2015/11/nilphamari_7.html
ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৭ নবেম্বর॥
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের দেশীয় ধারালো অস্ত্রের হামলায় এক সংখ্যালঘু পরিবারের ৫ সদস্য আহত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় ঘটনাটি ঘটে নীলফামারী জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের খালিশাপচা গ্রামে। আহতদের নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ধনঞ্জয় রায় ওরফে ডাকু সাধু(৮০) কে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তারিত করা হয়। অন্যান্য আহতরা হলো ধনঞ্জয় রায়ের ছেলে প্রদীপ কুমার রায়(৫০) ও তার স্ত্রী সুন্দর বালা রায়(৪৫) সুভাস চন্দ্র রায়(৪০) ও তার স্ত্রী সুশীলা বালা রায়(৩০) ও নাতী মধু সুধন রায়(১৮)। অভিযোগে জানা যায় একই গ্রামের মৃত ডালিম মিয়ার ছেলে মতিন মিয়া(৪৫) ধনঞ্জয় রায় ওরফে ডাকু সাধু দুই বিঘা জমি আবাদী জমি তার দাবি করে সেটি দখল করতে যায়। বাধা দিতে গেলে মতিনের দলবল তাদের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।