ছয় দফা দাবিতে নীলফামারীতে প্রকৃচির সমাবেশ

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৫ নবেম্বর॥
নীলফামারীতে ছয় দফা দাবিতে সমাবেশ করেছে প্রকৃচি-বিসিএস ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটি। বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ মিনার চত্তরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় সংগঠনের সভাপতি নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন সহ সভাপতি নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু, জেলা মৎস কর্মকর্তা শাহ ইমাম জাফর সাদেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস, নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল গাফ্ফার, নীলফামারী সরকারী কলেজের উপাধ্যক্ষ দিদারুল ইসলাম, একই কলেজের সহকারী অধ্যাপক সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ডা. শংকর কুমার সাহা প্রমুখ। বক্তারা কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূর্ণবহাল, উপজেলা নির্বাহী কর্মকর্তার অযাচিত কর্তৃত্ব বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান । এদিকে একই দাবিতে জেলার ডোমার,ডিমলা,কিশোরীগঞ্জ,জলঢাকা ও সৈয়দপুর উপজেলায় অনুরূপ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপরদিকে একই দাবিতে জেলার কিশোরীগঞ্জ উপজেলায় প্রকৃচি-বিসিএস ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে সমাবেশ করেছে।
কমিটির আহবায়ক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস কর্মকর্তা মিনারা হাফিজ প্রমুখ। এসময় দাবির প্রতি সংহতি জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম।
অন্যদিকে সৈয়দপুরে প্রকৃতি - বিসিএস ক্যাডার, নন-ক্যাডার, ফাংশনাল সার্ভিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে বেলা ৩ টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে ওই সমাবেশের আয়োজন করা হয়।
প্রকৃচি- বিসিএস ক্যাডার  সমন্বয় কমিটির সৈয়দপুর ইউনিটের সভাপতি সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতান মাহবুব প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকৃচি- বিসিএস ক্যাডার  সমন্বয় কমিটির সৈয়দপুর ইউনিটের সহসভাপতি সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল, সাংগঠনিক সম্পাদক সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাকেরিনা বেগম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ প্রমূখ।সমাবেশে উপজেলা পরিষদ ১৬ টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 6884484163110116035

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item