সেবা সপ্তাহ ঘিরে নীলফামারী ও ডিমলায় প্রেস ব্রিফিং

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ
পরিবার পরিকল্পনার প্রচার ও  সেবা সপ্তাহের প্রস্তুতি ঘিরে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  হয়েছে। আজ বুধবার সকালে নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ও ডিমলা উপজেলা পরিষদের হল রুমে পৃথকভাবে অনুষ্ঠিত সভায় জানানো হয় “প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন করি, অপরিকল্পিত গর্ভধারণ রোধ করুন” এ শ্লোগানকে সামনে রেখে আগামী ৭ হতে ১২ নভেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা, মা-শিশু, কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ শুরু হতে যাচ্ছে।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নীলফামারী পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা কেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, এএসপি (পুলিশ অফিস) মহম্মদ জাকারিয়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জিও এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় সেবা সপ্তাহ ঘিরে বিভিন্ন কর্মসুচী তুলে ধরা হয়। এ জন্য সেবা সপ্তাহের উদ্ধোধনের দিন জেলা-উপজেলা ও সকল ইউনিয়নের পৃথক পৃথক ভাবে বর্নাঢ্য র‌্যালী ও বিশেষ সেবা ক্যাম্প স্থাপন করা হবে।
অপরদিকে, ডিমলায় উপজেলা নিবার্হী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেড এ সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা সদর ইউ.পি’র চেয়ারম্যান রফিজুল ইসলাম, ডিমলা প্রেসক্লাবের সভাপতি সরদার ফজলুল হক, ঝুনাগাছ চাপানী ইউপি’র পরিবার কল্যাণ পরিদর্শিকা রীনা বেগম, খগাখড়িবাড়ীর পরিবার কল্যাণ পরিদর্শিকা মারহামা বেগম ও পূর্বছাতনাই ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সোহেল রানা প্রমুখ। সভায় শতাধিক জিও এনজিওর কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 206604463830845690

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item