জলঢাকায় ২৬ ক্যাডার ও নন ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

মর্তুজা ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তর সমূহের বেতন-ভাতাদি বিলে ইউএনও’র স্বাক্ষর বাতিল, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত প্রেষণ বাতিল এবং সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবিতে প্রকৃচি-বিসিএস(২৬ ক্যাডার), নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে জলঢাকা বাসস্ট্রান্ড পর্যন্ত র‌্যালী সমাপ্তের পর প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ত্ব করেন কমিটির আহবায়ক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মাহবুব হাসান লেলিন। উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৬ দপ্তরের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী এ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করেন। সমাবেশে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার একেএম বদরুদ্দোজা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: তরিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মো: সাইয়েদুল মোফাচ্ছালিন, উপজেলা প্রকৌশলী প্রকৌশলী মো: হারুন-অর-রশিদ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা সরকারকে পেশাজীবীদের ৬ দফা দাবী মেনে নেয়ার আহবান জানান অন্যথায় লাগাতার কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: শাহজাহান, ভেটেরেনারী সার্জন ডা: মো: ফেরদৌস আলম, আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসারবৃন্দ, উপজেলা হিসাব রক্ষণ অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার, উপজেলা সমবায় অফিসার, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, নার্সিং সুপারভাইজার, উপসহকারী প্রকৌশলীবৃন্দসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 9203521074658402131

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item