জলঢাকায় বাল্যবিবাহ বন্ধে করণীয় সভা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2015/11/joldhaka_40.html
মর্তুজা ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
‘শিক্ষাই প্রথম’ বাল্য বিবাহকে লাল কার্ড এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ল্যাম্ব এর আয়োজনে ও প্ল¬্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় বাল্যবিবাহ বন্ধে করণীয় সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিব এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ইউনিট ম্যানেজার ডা. হৃষিকেশ সরকার, ল্যাম্ব প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার বোরহান মৃধা, টেকনিক্যাল অফিসার সালমা আক্তার, ট্রেইনার মোস্তাফিজার রহমান লেবু, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, শিক্ষক প্রতিনিধি নুরুজ্জামান ও কাজী আসাদুজ্জামান প্রমুখ। কর্মশালায় বাল্য বিয়ে বন্ধে বিভিন্ন মতামত প্রদান করেন।