ডোমারে ৪৪ তম জাতীয় সমবায় দিবস পালিত
https://www.obolokon24.com/2015/11/domar_98.html
আনিসুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
“সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” এ শ্লোগানকে সমানে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ৪৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে উপজেলা সমবায় কার্যালয় কতৃক আয়োজিত সমবায় দিবস উপলক্ষে ব্যানার ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উক্ত চত্ত্বরেই জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছা: সাবিহা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শেখ মজিবুর রহমান। এসময় সমবায়ী জামাল উদ্দিন আহমেদ, হাবিবুল হক দুলাল, আব্দুর রশীদ, সুরেশ চন্দ্র রায়, মোস্তফা আলম, রাজিউল আলম প্রমূখ বক্তব্য রাখেন।