ডোমারে মিরজাগঞ্জে লক্ষ্মী পুজা উপলক্ষে ঐতিহ্যবাহী ঝুমুর যাত্রাপালা অনুষ্ঠিত।
https://www.obolokon24.com/2015/11/domar_82.html
আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার জোড়াবাড়ীতে লক্ষ্মী পুজা উপলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝুমুর যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড মাষ্টার পাড়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকবাসীর সহযোগিতায় যাত্রাপালা শুরুতে বাগডোকরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক বাবু হরিপদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিতেন্দ্র নাথ মাষ্টার, এটিভি নিউজ জেলা প্রতিনিধি সাংবাদিক আনিছুর রহমান মানিক, ১,২,৩ নং ওয়ার্ডের সংরতি ইউপি সদস্য বেবী নাসনীন, সমাজ সেবক ডাঃ জিকরুল হক স¤্রাট, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায় প্রমূখ। হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মীকে বিদায় দিয়ে সারারাত জেগে থেকে আনন্দ উপভোগ করে ভক্তরা । বিশেষ কওে গ্রাম এলাকায় এই ঐতিহ্যবাহী ঝুমুর যাত্রাপালার প্রচলন রয়েছে। নয়ানী বাকডোকরা নিমোজখানা ভাই ভাই নাট্যগোষ্ঠীর পরিবেশনায় কৃষ্ণ কুমার রায়ের পরিচালনায় ভবেন্দ্রনাথের নির্দেশনায় হিরেন্দ্র কৃষ্ণ দাস রচিত জোৎসনার বনবাস যাত্রাটি মঞ্চায়ন করা হয়। বিশেষ চরিত্রে হিরম্ব, প্রমোদ, সনাতন, হরিহর, মঙ্গলু, জগবন্ধু, সোনাপদ, গোরাচাদ ও কৃষ্ণ রায়ের অভিনয়ে দর্শকের মন আকৃষ্টকরে। যাত্রা দেখতে হাজারো মানুষের ঢল নামে যেনো মানুষের মিলন মেলায় পরিনত হয়েছে তাদের মাঝে মহিলা ভক্তবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ্এলাকাবাসী শরৎ চন্দ্র জানান দির্ঘ দিন যাবত প্রতিটি পূজায় এ ধরনের আয়োজন করে থাকি আগামীতে জন প্রতিনিধি বা সরকারী কোন সহযোগিতা পেলে এরচেয়ে আরো বড় ধরনের অনুষ্ঠান করা সম্ভব বলে আশা করেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝুমুর যাত্রাপালাকে ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করের যাত্রা দলের ম্যানেজার কৃষ্ণ কুমার রায়।
নীলফামারীর ডোমার জোড়াবাড়ীতে লক্ষ্মী পুজা উপলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝুমুর যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড মাষ্টার পাড়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকবাসীর সহযোগিতায় যাত্রাপালা শুরুতে বাগডোকরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক বাবু হরিপদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিতেন্দ্র নাথ মাষ্টার, এটিভি নিউজ জেলা প্রতিনিধি সাংবাদিক আনিছুর রহমান মানিক, ১,২,৩ নং ওয়ার্ডের সংরতি ইউপি সদস্য বেবী নাসনীন, সমাজ সেবক ডাঃ জিকরুল হক স¤্রাট, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায় প্রমূখ। হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মীকে বিদায় দিয়ে সারারাত জেগে থেকে আনন্দ উপভোগ করে ভক্তরা । বিশেষ কওে গ্রাম এলাকায় এই ঐতিহ্যবাহী ঝুমুর যাত্রাপালার প্রচলন রয়েছে। নয়ানী বাকডোকরা নিমোজখানা ভাই ভাই নাট্যগোষ্ঠীর পরিবেশনায় কৃষ্ণ কুমার রায়ের পরিচালনায় ভবেন্দ্রনাথের নির্দেশনায় হিরেন্দ্র কৃষ্ণ দাস রচিত জোৎসনার বনবাস যাত্রাটি মঞ্চায়ন করা হয়। বিশেষ চরিত্রে হিরম্ব, প্রমোদ, সনাতন, হরিহর, মঙ্গলু, জগবন্ধু, সোনাপদ, গোরাচাদ ও কৃষ্ণ রায়ের অভিনয়ে দর্শকের মন আকৃষ্টকরে। যাত্রা দেখতে হাজারো মানুষের ঢল নামে যেনো মানুষের মিলন মেলায় পরিনত হয়েছে তাদের মাঝে মহিলা ভক্তবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ্এলাকাবাসী শরৎ চন্দ্র জানান দির্ঘ দিন যাবত প্রতিটি পূজায় এ ধরনের আয়োজন করে থাকি আগামীতে জন প্রতিনিধি বা সরকারী কোন সহযোগিতা পেলে এরচেয়ে আরো বড় ধরনের অনুষ্ঠান করা সম্ভব বলে আশা করেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝুমুর যাত্রাপালাকে ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করের যাত্রা দলের ম্যানেজার কৃষ্ণ কুমার রায়।