ডোমারে বিদ্যুতের তারে পিষ্ট হয়ে ৩টি গরুর মৃত্যু ৫০টি মিটার পুড়ে ছাই।
https://www.obolokon24.com/2015/11/domar_7.html
আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বিদ্যুতের তারে পিষ্ট হয়ে ৩টি গরুর মৃত্যু, ৫০টি মিটার পুড়ে ছাই। এনিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া হাজীপাড়া গ্রামে। সরেজমিনে যনানযায়, ৫নভেম্বর রাত ২.৩০ মিনিটে উক্ত গ্রামের ১১হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিড়ে আগুন লেগে সমস্ত তার একত্রিত হয়ে পুরো গ্রামের প্রায় ৫০টি মিটার পুড়ে ছাই হয়ে যায়। বেশ কিছু বাঁশের বেড়ার আগুন লাগে, ঘড়ের মেঝে সহ বিদ্যুতের স্পট হয়ে অনেক মানুষ ঘড় থেকে ছুটো ছুটি করতে গিয়ে শিশু ও বৃদ্ধ আহত হয়। এদের মধ্যে বিশেষ করে মৃত বেনাই আলীর স্ত্রী জরিনা বেগমের বাড়ীর টিনের বেড়া সহ সমস্ত বাড়ী বিদ্যুতের স্পট হয় এবং ৩টি গরু মারা যায়। জরিনার ছেলে রিপন ইসলাম মানিক জানায়, রাতে হটাৎ বড়ীর মিটারটি শব্দ হয় একই সাথে টিনের বেরায় আগুন লাগে। শিশুদের ঘড় থেকে বের করার সময় রুপালী, আইয়ুব আলী, মিনারুল গুরুত্বর আহত হয় এবং গোয়াল ঘড়ের গুরু গুলো ছুটো ছুটি করতে করতে মৃত্যু বরন করে। এলাকার আজাহার, আজিজুল, আনোয়ার, জহুরুল, ময়নুল, সাইবুল, জাহিদুল, রশিদুল সহ প্রায় ৫০টি বাড়ীর মিটার পুড়ে ছাই হয়। এবং বেশ কয়েকটি বাড়ীতে অগ্নি সংযোগ ঘটে। এতে করে পুরো গ্রামের মানুষ আতংকে দিনাতিপাত করছে। অদ্যবধী ডোমার বিউবি’র কর্মকর্তা ও জন প্রতিনিধি এলাকায় না যাওয়ায় ােভে ফেটে পরে। গরু ৩টির মৃত্যুর করনে অসহায় জরিনার বাড়ীতে চলছে শোকের মাতম। ৩টি গরুর মুল্যে বর্তমান বাজারে প্রায় ৭৫ হাজার টাকা হবে বলে তারা শোক সামলাতে পারছেনা। এজন্য আবাসিক প্রকৌশলীকে দায়ী করেছে এলাকাবাসী। এবিষয়ে আবাসিক প্রকৌশলী মোঃ আব্দুল মতিন জানান, গত রাতে গ্রাহক আমাকে ফোন জানিয়েছে আমি লাইনটি বন্ধ করে দেই। সারাদিন রংপুরে ছিলাম, তবে আগামীকাল এলাকায় গিয়ে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।