ভারত গমনে চিলাহাটিতে ৪৮ জনের ইমিগ্রেশন চলছে
https://www.obolokon24.com/2015/11/domar_63.html
তাহমিন হক ববী চিলাহাটি সীমান্ত থেকে ॥
আজ রবিবার দুপুরে ভারত গমনে পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের প্রথম দলের ৪৮ জন সদস্যের ইমিগ্রেশন শুরু হয়েছে। ইমিগ্রেশন চলছে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি সীমান্তের আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে। ইমিগ্রেশন কাজে রয়েছে কাষ্টমস এর সহকারি কমিশনার হুমায়ুন হাফিজ, রাজস্ব কর্মকর্তা আহসান হাবিব,সহকারি রাজস্ব কর্মকর্তা ময়নুল ইসলাম। উপস্থিত রয়েছেন ঢাকাস্থ্য ভারতীয় হাইকমিশন অফিসের ফাষ্ট সেক্রেটারী রমাকান্ত গুপ্ত, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুজিবুর রহমান, ৫৬ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল জিএম সারোয়ার, ডোমার উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ডোমার নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা,পঞ্চগড়ের বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।এর আগে ৪৮ জন সদস্যকে দুটি বাস যোগে পঞ্চগড়েন বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউপি চত্বরের অস্থায়ী ক্যাম্প হতে দুপুর ১২টা ৩৪ মিনিটে চিলাহাটি আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে নিয়ে আসা হয়। এখানে তাদের বরন করতে নীলফামারীর জেলা প্রশাসনের পক্ষে রজনীগন্ধার একটি করে ষ্টিক হাতে তুলে দেয়া হয়। এখানে তাদের নাস্তা খাওয়ানোর পর ইমিগ্রেশনের কাজ শুরু করা হয়েছে। এখন তাদের ইমিগ্রেশন চলছে। এখানে তাদের শেষ বিদায় জানাতে ওই ৪৮জন সদস্যের আতœীয়স্বজনরা ভিড় করেছে।
উল্লেখ যে ভারত ও বাংলাদেশের ছিটমহল বিনিময়ের পর নিজ দেশ ভারত যেতে যারা আবেদন করেছে তারা ভারত গমন করছে। আগামী ৩০ নবেম্বরের মধ্যে পঞ্চগড়,লালমনিরহাট ও কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলের ৯৭৯ জন ভারত যাচ্ছে। এর মধ্যে গত ১৯ নবেম্বর লালমনিরহাটের বুড়িমারী-চ্যারাবান্ধা দিয়ে প্রথম দলের ৬২ জন ভারত গমন করেছে।
আজ রবিবার (২২ নবেম্বর) চিলাহাটি-হলদিবাড়ি সীমান্ত দিয়ে ৪৮ জন ও বাগভান্ডার- সাহেবগঞ্জ সীমান্ত দিয়ে ৭১ জন ভারত গমন করতে যাচ্ছে।