ডোমার বীর মুক্তিযোদ্ধা মশিয়ার রহমানের স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান (বকশিয়ার মেম্বার) এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ সাপির পাড়া গ্রামের তার নিজ বাড়ীতে এঅনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি সদস্য মফিজুল ইসলামের সভাপতিত্বে স্বরণ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই সরকার, বীর মুক্তিযোদ্ধা জসিয়ার রহমান, ইউপি সদস্য আব্দুল মজিদ, রজব আলী মাষ্টার, ডোমার আইডিয়াল একাডেমীর অধ্য মোসলেহ উদ্দিন শাহ্। সাংবাদিক আনিছুর রহমান মানিক, হাফেজ আশরাফ আলী, হাসিবুল ইসলাম প্রধান, দুলাল হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। গত ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিটে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি দির্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে ভুগ ছিলেন। পরদিন শুক্রবার বাদ জুম্মা জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন এবং নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন্ন করা হয়। মশিয়ার রহমান (বকশিয়ার মেম্বার) সাপির পাড়া গ্রামের মৃত নিলু মামুদের পুত্র। তার জীবদ্দশায় দির্ঘদিন ইউপি সদস্য হিসাবে দ্বায়িত্ব পালন করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৬৩বছর। তিনি ৩স্ত্রী, ৪পুত্র সন্তান ও ৪ কন্যা সস্তান সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। আলোচনা শেষে মৃতের বিদাহী আতœার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতীর শান্তি কল্পে মুনাজাত করা হয়

পুরোনো সংবাদ

নীলফামারী 1579993194815033413

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item