ডোমারে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো নাসরীন
https://www.obolokon24.com/2015/11/domar_21.html
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো অষ্টম শ্রেনীর ছাত্রী নাসরীন আক্তার (১৪) । বিয়ের কথা যখন ঠিক শুক্রবার রাতে বরযাত্রী আসবে। খবর পেয়ে সেই মুহুত্বে বিকালে বিয়ে বাড়ীতে হাজির হয় সাংবাদিক আনিছুর রহমান মানিক, নারী নেত্রী তৌহিদা জ্যোতি, মহিলা লীগের উপজেলা সভাপতি আসমা সিদ্দিকা বেবী কথা হয় কনের বাবার সাথে। উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামেরর শহিদুল ইসলামের কন্যা মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী নাসরীন আক্তার (১৪)’র সাথে গোমনাতী ইউনিয়নের রিপুজি পাড়া গ্রামের আনছার আলীর পুত্র এনামুল হক (১৭) সাথে বিয়ে ঠিক হয়। কিন্তু ছেলে ও মেয়ের বয়স জনিত আইনি জটিলতার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতান কে বিষয়টি জানালে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন ও সদস্য জাহিরুলকে পাঠিয়ে কনের বাবাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন। সাংবাদিক ও নারী নেত্রীদের সহযোগিতায় বাল্য বিয়ে বন্ধ হওয়ায় সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।