নবান্ন এলেও নিরানন্দ কৃষক কূল
https://www.obolokon24.com/2015/11/dimla_96.html
জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা নিলফামারি প্রতিনিধি ঃ
নিলফামারির ডিমলা উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হলেও ধানের ন্যার্য মুল্য পাচ্ছেনা কষক।ডিমলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে যে এবার প্রাকৃতিক কোন দুর্যোগ না হওয়ায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। নুতুন ধান ঘরে তুলে কৃষকরা নবান্নের আনন্দ গ্রহন করলেও নতুন ধান বাজারে তুলে তারা হতাশ হয়ে পড়েছে।ডিমলা উপজেলায় বালাপাড়া ইউনিয়নের কৃষক ইউনুস আলী,খগাখড়িবাড়ী ইউনিয়নের (জোড় জিগা)কৃষক নুর আলম সহ অনেক কৃষক জানান ধানের মন প্রতি উতপাদন খরচ ৫৫০ থেকে ৬০০ টাকা পড়েছে কিন্তূ নুতুন ধানের বাজার মুল্য ৫২০ থেকে ৫৬০ টাকা।বাজারে ধানের এমন দাম দেখে কৃষকের মাথায় হাত মলিন বদন হতাশ হয়ে পড়েছে।ডিমলা বাজারের ধান ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ তছির উদ্দীন জানান আমন ধানের ফলন ভাল হলেও দাম কম হওয়ায় বাজারে ধানের সরবরাহ কম।কৃষকেরা আক্ষেপ করে জানান ধানের এমন বাজার মুল্য অবগত হয়েও সরকার ধানের নায্য বাজার মুল্য নিসচিত না করেন তাহলে কৃষকেরা সরবশান্ত হয়ে আগামীতে ধান আবাদের প্রতি নিরৎশাহীত হয়ে পড়বেন।