ডিমলায় স্ত্রী হত্যা মামলার স্বামী গ্রেফতার
https://www.obolokon24.com/2015/11/dimla_7.html
জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ
গৃহবধু রেজিনা আক্তার(২৪) হৃদরোগে মারা যায়নি।তাকে শারিরিক আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের এই রির্পোট পেয়ে নীলফামারীর ডিমলা থানা পুলিশ ওই গৃহবধুর স্বামী রেজাউল করিমকে শনিবার দুপুরে গ্রেফতার করেছে। এ ঘটনায় ওই গৃহবধুর বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় হত্যা মামলা দায়ের করে। রেজাউল ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ গ্রামের এমদাদুল হকের ছেলে।
জানা যায় তিন বছর আগে ওই দম্পক্তির বিয়ে হয়। তাদের ৪ মাস বছরের মনি নামের একটি মেয়ে সন্তান রয়েছে। যৌতুকের এক লাখ ২০ টাকার জন্য প্রায় রেজিনাকে নির্যাতন করতো তার স্বামী। এ অবস্থায় চলতি বছরের ৬ অক্টোবর রাতে ওই গৃহবধুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহে একটি প্রভাবশালী মহল হত্যার ঘটনাটি হৃদরোগে আক্রান্তে মৃত্যু বলে দাফনের চেষ্টা চালায়। কিন্তু গৃহবধুর পিতা একই এলাকার রফিকুল ইসলাম এতে বাদ সাধেন। ফলে পুলিশ লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা (নম্বর ২২) দায়েরের মাধ্যমে জেলার মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন করে। অভিযোগ উঠে ময়না তদন্তের রির্পোট ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চালিয়েছি স্ত্রী হত্যাকারী রেজাউল করিম সহ একটি প্রভাবশালী মহল। ময়না তদন্তের এক মাসের মধ্যে শনিবার সকালে ময়না তদন্তের রির্পোট ডিমলা থানায় পৌছায়। দুপুরে অভিযান চালিয়ে রেজাউল করিম কে তার নিজবাড়ি হতে গ্রেফতার করে করে পুলিশ। ডিমলা থানার ওসি রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।